Topic: জাগরণের গান-২ : মিডিয়াফায়ার ডাউনলোড-৬টি ডিস্ক-১০১টি গান
নির্যাতন, অসাম্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে বাঙালির দীর্ঘ প্রতিবাদী ইতিহাসের শুরু থেকেই গণসঙ্গীত ও দেশাত্মবোধক গান প্রতিবাদের ভাষা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমাদের জাতীয় জীবনের সব আন্দোলন-সংগ্রামেদেশাত্মবোধক গান সব অপশক্তির বিরুদ্ধে সাধারণ মানুষকে লড়াইয়ে অনুপ্রেরণা জুগিয়ে বিজয় ছিনিয়ে আনতে সহায়তা করেছে।
গত বছর প্রথমবারের মতো ৭১টি গণসঙ্গীত নিয়ে ‘জাগরণের গান’ নামের অ্যালবাম প্রকাশ করা হয়। সেটি দেশের সঙ্গীতানুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়। গণসঙ্গীতের প্রতি মানুষের এই বিপুল আগ্রহের কারণে দ্বিতীয় অ্যালবামটি প্রকাশ করা হলো। অ্যালবামটি ছয়টি ডিস্কে বিভক্ত করে ১০১টি গান যুক্ত করা হয়েছে।
এখানে ছয়টি ডিস্কের (mp3 -128kbps) আলাদা আলাদা ডাউনলোড লিঙ্ক দেয়া হল।
Medical Guideline Books