Topic: স্পিড দ্বিগুণ করল কিউবি
কিউবি তাদের বিদ্যমান ও নতুন গ্রাহকদের জন্য সম্প্রতি তাদের ইন্টারনেট স্পিড বাড়িয়ে দ্বিগুণ করেছে। এর ফলে নতুন ও বিদ্যমান উভয় ধরনের গ্রাহক বা ব্যবহারকারীরা কোন রকমের বাড়তি বা অতিরিক্ত খরচ ছাড়াই আগের চেয়ে কিউবির দ্বিগুণ গতিসম্পন্ন ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন! অর্থাৎ ২৫৬ কেবিপিএস গতির ইন্টারনেট ব্যবহারকারীরা এখন ৫১২ কেবিপিএস পর্যন্ত, ৫১২ কেবিপিএস গতির ইন্টারনেট ব্যবহারকারীরা বর্তমানে ১ এমবিপিএস পর্যন্ত এবং ১ এমবিপিএস গতির ইন্টারনেট ব্যবহারকারীরা এখন ২ এমবিপিএস পর্যন্ত স্পিড দারুণভাবে উপভোগের সুযোগ পাচ্ছেন।
সব ধরনের গ্রাহকের কথা বিবেচনা করে কিউবি বিভিন্ন প্যাকেজের মাধ্যমে নানা বৈচিত্র্যপূর্ণ সেবাসমূহ দিয়ে চলেছে। বিশেষত ব্যবহারকারী বা গ্রাহকদের পেশা ও প্রয়োজনের নিরিখেই এসব প্যাকেজের ডিজাইন করা হয়েছে। যেমন ধরা যাক, একজন ব্যবসায়ী আর ইউনিভার্সিটির প্রথম বর্ষের একজন শিক্ষার্থীর ইন্টারনেট ব্যবহারের প্রয়োজনীয়তা ও ধরন এক রকম নয়। তাই কিউবি বিভিন্ন প্রি-পেইড ও পোস্ট পেইড প্যাকেজের মাধ্যমে সহজলভ্য দামে সবার জন্যই ৪ জি (ফোর জি) স্পিডের ইন্টারনেট সেবা অফার করছে। কিউবির চিফ মার্কেটিং অফিসার নেহাল আহমেদ এ প্রসঙ্গে বলেন, কোন অতিরিক্ত চার্জ বা মাশুল ছাড়াই গ্রাহকদের দ্বিগুণ গতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেয়ার এই উদ্যোগ সন্দেহাতীতভাবেই কিউবির এ যাবৎকালের সবচেয়ে বড় মাইলফলক।