Topic: স্বপ্নপূরণ
অবশেষে অভি-অ্যাশের স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। বলিউডের এ হার্টথ্রব দম্পতির বহুদিনের সাধ একটি রোমান্টিক কমেডি ছবিতে জুটি বাঁধার। এর আগে মোট আধ ডজন ছবিতে তাঁরা অভিনয় করেছেন জুটি বেঁধে। কিন্তু সেগুলোর কোনোটাই কমেডি ধাঁচের ছিল না। এবারই প্রথম রাজকুমার সন্তোষির 'লেডিস অ্যান্ড জেন্টলম্যান' নামের একটি রোমান্টিক ছবিতে তাঁরা কাজ করবেন একসঙ্গে। শিগগিরই শুরু হবে ছবিটির কাজ। এ ছবির কাজ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রাই। অনুভূতি জানাতে গিয়ে অভিষেক বচ্চন বললেন, 'এর আগে আমরা আরো অনেক ছবিতে কাজ করেছি, কিন্তু রোমান্টিক কমেডি ঘরানার ছবিতে এই প্রথম। আমাদের ইচ্ছা ছিল এমন একটা কাজ করার। শেষ পর্যন্ত কাজটা দর্শকদের কতটা ভালো লাগবে তা ভাবছি।' ছোট বচ্চন আরো বললেন, 'অ্যাশ সব সময় খুব ভালো সহ-অভিনেত্রী। বিয়ের আগে কিংবা পরে_সব সময়ই ওর সঙ্গে কাজ করাটা উপভোগ করেছি। কারণ ঐশ্বরিয়া একজন পেশাদার শিল্পী।' দেখা যাক, বাস্তব জীবনের সফল জুটি পর্দায় আরো একবার বাজিমাত করতে পারেন কি না