Topic: লিনাক্সের আদি কথা ।
আজ থেকে ২০ বছর আগে আগস্ট,১৯৯১ সালে ২১ বছর বয়সী ফিনল্যান্ডের কম্পিউটার সায়েন্সের ছাত্র Linus Torvalds একটি ছোট্ট অপারেটিং সিস্টেমের বানাতে চেয়েছিলেন যা ফ্রিতে যেকোনো প্রয়োজনে ব্যবহার করা যাবে, ইচ্ছেমতো পরিবর্তন করা যাবে, ইচ্ছেমতো অন্যের সাথে শেয়ার করা যাবে- আর আজ সেই ছোট্ট অপারেটিং সিস্টেমটি লিনাক্স নামে আমাদের সবার কাছে পরিচিত। প্রতিদিন আমরা নানান কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লিনাক্সের সার্ভিস ব্যবহার করছি।
বর্তমানে ফেসবুক, আমাজন, টুইটার, ইবে,আইবিএম গুগলসহ বড় বড় প্রতিষ্ঠান লিনাক্সকে তাদের অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করছে।
আপনি কি জানেন পৃথিবীর ৯৫% সুপার কম্পিউটার চলে লিনাক্সে?
২০ বছর পূর্তি উপলক্ষ লিনাক্স ফাউন্ডেশন একটি ভিডিওচিত্র প্রকাশ করেছে যেখানে লিনাক্সের ইতিহাস সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে।
একই সাথে তারা একটি তথ্যচিত্রও প্রকাশ করেছে: