Topic: দোয়া

আমরা বিভিন্ন সময়ে আল্লাহর দরবারে দোয়া করে থাকি। কিন্তু আমাদের সেই দোয়া কী সবসময় আল্লাহর দরবারে কবুল হয়? আমরা জানি হয় না। কিন্তু কেন হয় না আসুন তার কিছু কারণ জেনে নেই।

দোয়া কবুলের পথে বাধা-

এমন কিছু কাজ রয়েছে যা করতে থাকলে, আল্লাহর দরবারে কোনও দোয়া করলে তা কবুল হবে না। যথা –
১। হারাম খাওয়া। অর্থাত্ হারাম পথে উপার্জিত খাদ্য খাওয়া বা কোনও হারাম জিনিস খাওয়া।
২। দোয়া কবুল হওয়ার ব্যপারে আস্থা ও বিশ্বাস না থাকা।
৩। দোয়া কবুল হওয়ার ব্যপারে তাড়াতাড়ি করা।
৪। অমনোযোগ বা খামখেয়ালীর সাথে দোয়া করা।
৫। অতীতের গুণাহের জন্য অনুতপ্ত না হওয়া।
৬। অহংকার থেকে নিজের অন্তর কে পবিত্র না করে দোয়া করা।
৭। ন্যায়ের নির্দেশ ও অন্যায়ের প্রতিরোধ না করা।
৮। যাদু বা বান-টোনা করা।
৯। পিতা মাতার নফরমানি করা।
১০। অন্যায় ভাবে কার উপর জুলুম করা।

আল্লাহ আমাদের সকলকে উপরোক্ত কাজগুলো থেকে দূরে থাকার তাওফিক দান করুন।আমীন।

চল সবাই,
জীবনের আহ্বানে সামনে এগিয়ে যাই।


Re: দোয়া

fahim49 wrote:

অতীতের গুণাহের জন্য অনুতপ্ত না হওয়া

এই বিষয়টা খুবই গুরুত্তপূর্ণ । ধন্যবাদ ফহিম ভাইকে সুন্দর একটি পোস্টের জন্য।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: দোয়া

ব্যবহার করছি, বেশি কিছু পাই নাই, AVG মনে হই বেশ ভালোই কাজ করছে!  :bouncy:

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: দোয়া

fahim49 wrote:

আল্লাহ আমাদের সকলকে উপরোক্ত কাজগুলো থেকে দূরে থাকার তাওফিক দান করুন।আমীন।

সুম্মা আমীন ।

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।