Topic: মন খারপ করবার মতো একটি দৃশ্য।
কঠিন বাস্তব ফেসবুকের একটা গ্রুপ। আমার খুবই প্রিয় একটা গ্রুপ। সাত সকালে সেখানে ঢুকেই মনটা খারাপ হয়ে গেলো। দেখুন কেন খারপ হয়েছে-
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!
আমাকে পাবেন এলোমেলো-তে!!!