Topic: মন খারপ করবার মতো একটি দৃশ্য।

কঠিন বাস্তব ফেসবুকের একটা গ্রুপ। আমার খুবই প্রিয় একটা গ্রুপ। সাত সকালে সেখানে ঢুকেই মনটা খারাপ হয়ে গেলো। দেখুন কেন খারপ হয়েছে-

http://img816.imageshack.us/img816/6550/16236830.jpg

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!


Re: মন খারপ করবার মতো একটি দৃশ্য।

আজকে একটি ব্লগে দেখলাম,চুরি করার অপরাধে তাদের মারা হচ্ছে।কিন্তু আমার প্রশ্ন কেন তাদের চোর হতে হবে?আর তাই যদি হয় তবে ঐ সব পাবলিকের যদি এতই ক্ষমতা থাকে তবে তা ব্যবহার করে বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে সচিব আর মন্ত্রী/সিন্ডিকেটের বড় বড় ব্যবসায়ীদের মেরে দেখাক তো,কত্ত ক্ষমতা এদের? at wits' end  at wits' end

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: মন খারপ করবার মতো একটি দৃশ্য।

উপল বিডি ভাই প্রশ্নগুলো করলেন কারে?  confused  confused

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!


Re: মন খারপ করবার মতো একটি দৃশ্য।

আমরা যে প্রতিবাদী জাতি ,অন্যায় দেখলেই প্রতিবাদ করে ঝাপিঁয়ে পড়া আমাদের অভ্যাস ।আমরা যদি এই দুই চোরের উপর ঝাপিয়ে না পড়ি তাতে যদি ৫২,৭১ এর প্রতিবাদীদের অপমান করা হয়?
আচ্ছা,মেয়ে দুটো কি মনে মনে একবারও বলেনি, ভাতের নিশ্চয়তা দে  চুরি করুম না।আচ্ছা মেয়ে দুটো কি জানে,যে হায়েনার দল ওদের উপর ঝাপিঁয়ে পড়েছে সে হায়েনার দল প্রতি ৫বছর পর পর চা-বিস্কুট-লুঙ্গির বিনিময়ে একদল চোরের কাছে নিজেদের বিক্রি করে

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: মন খারপ করবার মতো একটি দৃশ্য।

পলাশ মাহমুদ wrote:

উপল বিডি ভাই প্রশ্নগুলো করলেন কারে?  confused  confused

সাধারন উজবুক আম-জনতাকে।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg