Topic: আগামীকাল অটিজম দিবস
দেশবাসীকে অটিজম সম্পর্কে সচেতন করতে রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনা শনিবার সাজানো হবে নীল আলোয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ও বাদ যাবে না।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার পালিত হবে চতুর্থ আন্তর্জাতিক অটিজম সচেতনতা দিবস ও ত্রয়োদশ জাতীয় প্রতিবন্ধী দিবস।
শুক্রবার এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সমাজ কল্যাণ সচিব রনজিত কুমার বিশ্বাস জানান, দেশের সব জেলায় এ ব্যাপারে নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি বলেন, "শনিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়সহ বড় বড় হাসপাতালগুলোকে নীল আলোতে সাজানো হবে।"
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) 'সেন্টার ফর নিউরো ডেভেলপমেন্ট এন্ড অটিজম ইন চিলড্রেন' এ আলোচনা সভার আয়োজন করে।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের সঠিক বৃদ্ধি না হলে শিশুদের মধ্যে ভাবের আদান প্রদান বা অন্যদের সঙ্গে যোগাযোগের স্বাভাবিক দক্ষতা তৈরি হয় না। চিকিৎসা বিজ্ঞানে এই জটিলতাকে বলা হয় অটিজম।
বাংলাদেশে কতোজন শিশু অটিজমে ভুগছে সে বিষয়ে সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও এর গুরুত্ব অনুধাবন করে সরকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 'সেন্টার ফর নিউরো ডেভেলপমেন্ট এন্ড অটিজম ইন চিলড্রেন'-এর প্রতিষ্ঠা করেছে।
এছাড়া অটিস্টিক শিশুরা যাতে অন্যদের মতোই শিক্ষার সুযোগ পায়- তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি স্কুলে একজন করে মনোবিদ নিয়োগের তাগিদ দিয়েছেন একাধিকবার।
বিএসএমএমইউর উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, "অটিস্টিক শিশুর পরিবারকে নিরবে কষ্ট পেতে হয়। তারা কখনোই মানতে পারেন না যে তাদের শিশুটি অটিজমে আক্রান্ত। আর এ থেকেই তাদের কষ্টের শুরু হয়।"
দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক বাণীতে অটিস্টিক ও প্রতিবন্ধীদের শুভেচ্ছা জনিয়েছেন
সুত্র