Topic: ঢাকায় পেঙ্গুইন মেলা-২০১১

শামীম ভাইয়ের পুরো পোস্টটা আপ্র  থেকে কপিপেস্ট মারলাম।

পাঠকের কাছে ১০টি ব্যক্তিগত প্রশ্ন:
১. আপনি কি দেশপ্রমিক? দেশের প্রতি আপনার ভালোবাসা কি ‘মা’ কে ভালোবাসার মতো?

২. দূর্নীতিতে দেশের মান সম্মান মাটিতে গড়াগড়ি খাচ্ছে দেখে আপনি কি চিন্তিত হন? এর প্রতিকারে নিজের করণীয় সম্পর্কে ভাবেন?

৩. আপনি কি আইনের প্রতি শ্রদ্ধাশীল? সচরাচর আইন অমান্য করেন না কিংবা করতে চান না?

৪. আপনি কি কম্পিউটারে ভাইরাসের জ্বালা-যন্ত্রনায় অতিষ্ট? এ যন্ত্রনা থেকে মুক্তির পথ খুঁজছেন?

৫. আপনি কি কম্পিউটারে আপনার মূল্যবান তথ্যের নিরাপত্তা নিয়ে চিন্তিত?

৬. আপনি কি হালকা পাতলা বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ মোকাবেলা করার সামর্থ্য রাখেন এবং তা উপভোগ করেন?

৭. আপনি কি নতুন নতুন কম্পিউটার প্রোগ্রাম নিয়ে গবেষনা করতে পছন্দ করেন?

৮. আপনি কি ইন্টারনেটে বিচরন করার সময়ে ভাইরাস ও ম্যালওয়্যারজনিত নিরাপত্তাহীনতায় ভোগেন?

৯. আপনি কি দামী সব সফটওয়্যারের ফ্রী/উন্মুক্ত বিকল্প খুঁজছেন?

১০. আপনি কি জনসাধারনের/সাধারন কম্পিউটার ব্যবহারকারীদের সেবা করতে আগ্রহী?

প্রিয় ভাই/বোন, উপরের এই প্রশ্নগুলোর উত্তর লিখে কোন ঠিকানায় গোপনে পোস্ট করতে হবে না। শুধুমাত্র যদি কোন প্রশ্নের উত্তর আপনার মন থেকেই ‘হ্যাঁ’ বোধক হয় তাহলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনি নিশ্চিতভাবেই কিছুটা উপকৃত হবেন। আর তা না হলে এই প্রশ্নপত্র পড়িয়ে আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

এবার তাহলে জেনে নিন অনুষ্ঠানের বিস্তারিতঃ--

তারিখ: ৮ই এপ্রিল ২০১১ইং, রোজ শুক্রবার

সময়: বিকাল ৩টা থেকে ৭টা

স্থান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তন
(শীতাতপ নিয়ন্ত্রিত; অপরাজেয় বাংলার পেছনে কলা ভবন, তার পেছনে লেকচার থিয়েটার ভবন, ঐ ভবনটির নিচতলাতেই)।

http://i.imgur.com/po11m.jpg

প্রবেশ মূল্য: ২০ টাকা।

অনুষ্ঠানসূচী:
# লিনাক্স ও ওপেন সোর্স বিষয়ে মুক্ত আলোচনা। -- ২৫ মিনিট
# পাইরেসী প্রতিরোধে লিনাক্স ও ওপেন সোর্স এর ভূমিকা -- ২৫ মিনিট
# লিনাক্স ও ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহারের সুবিধা -- ২৫ মিনিট
# অতিথি ও অংশগ্রহনকারীদের আপ্যায়ন পর্ব -- ৪০ মিনিট
# অতিথি ও অংশগ্রহনকারীদের সমন্বিত আলোচনা ও মতামত বিনিময় -- ১২০ মিনিট

আরও থাকছে:
FOSS Bangladesh কর্তৃক সংকলিত/কাস্টমাইজ করা লিনাক্স মিন্ট ১০ জুলিয়া’র ডিভিডি (৫০ টাকা)। কাস্টমাইজড ডিভিডিটাতে এবারে পাসওয়ার্ড জনিত ঝামেলা দূরীভূত করা হয়েছে। তদুপরি কাস্টম ডিস্ট্রোটিতে এবারে থাকছে বেশ কিছু ওপেনসোর্স ও ফ্রী থ্রিডি গেমস যেমন এলিয়েন এরেনা, নেক্সুইজ, ব্যাটেল ফর ওয়েসনর্থ এবং অ্যাসল্টকিউব ইত্যাদি।

বাংলাদেশের সকল লিনাক্সপ্রেমী/আগ্রহীদের জন্য এটা একটা উন্মুক্ত আয়োজন। তাই সকলের অংশগ্রহন ও সহযোগীতা প্রত্যাশা করছি।

আয়োজনে:
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ (FOSS Bangladesh) - একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: ঢাকায় পেঙ্গুইন মেলা-২০১১

আর আমি  কপিপেস্ট মারলাম সাজেদুর রহিম জোয়ারদার (রিং) এর টা । happy

দূর্নীতির গ্লানিমুক্ত সম্মানজনক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ (FOSS Bangladesh) ৮ই এপ্রিল ২০১১ইং, শুক্রবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে (লেকচার থিয়েটার ভবন) উন্মুক্ত সফটওয়্যার ব্যবহার ও পাইরেসী প্রতিরোধ বিষয় নিয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠান 'পেঙ্গুইন মেলা - ২০১১'র আয়োজন করে।

উক্ত অনুষ্ঠানে ওপেনসোর্স ও লিনাক্স, পাইরেসি প্রতিরোধে লিনাক্স ও ওপেনসোর্সের ভূমিকা ইত্যাদি বিষয়ে আলোচনার পাশাপাশি আগত দর্শকদের সাথে মতামত বিনিময় ও আলোচনার সুযোগ রাখা হয়েছিলো।

এছাড়া অনুষ্ঠানস্থল থেকে ওপেনসোর্সড থ্রি-ডি গেমসহ লিনাক্স মিন্ট ১০ জুলিয়া'র সংকলিত ডিভিডি ও সরবরাহ করা হয়। বিকাল ৩টায় শুরু হয়ে এ আয়োজন দর্শক-শ্রোতাদের সক্রিয় অংশগ্রহনে চলে সন্ধ্যে ৭:৩৫ মিনিট পর্যন্ত।

অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি দর্শকদেরকে সংকলিত ডিভিডি এবং পেন ড্রাইভ থেকে লিনাক্স মিন্ট ১০ জুলিয়া'র ইনস্টলেশন এবং ডিস্ক পার্টিশনিং বিষয়ে লাইভ ডেমো দেয়া হয়। পাশাপাশি লিনাক্স ব্যবহারকারীদের ব্যবহার ও ইনস্টলেশন জনিত নানা সমস্যার সমাধান সরাসরি জানিয়ে/বুঝিয়ে এবং ডেমোর মাধ্যমে দেখিয়ে দেয়া হয়।

অনুষ্ঠানের ছবি ও লেখার সূত্রঃ পেঙ্গুইন মেলা - ২০১১ ঢাকা বিভাগ

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।


Re: ঢাকায় পেঙ্গুইন মেলা-২০১১

জানতে পারলাম! ধন্যবাদ ফোরামে পেস্ট করার জন্য।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: ঢাকায় পেঙ্গুইন মেলা-২০১১

রাজশাহীতে শীঘ্রই হবে। দেখা যাক আয়োজন আবার আমাদের ক্যাম্পাসে করা যায় কিনা?

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: ঢাকায় পেঙ্গুইন মেলা-২০১১

http://i.imgur.com/PGrRD.jpg


আর এম সি ফরামের পক্ষ থেকে আমিও অংশ গ্রহন করেছিলাম । তার কিছু ছবি ফেসবুকে আপলোড করলাম ।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books