(edited by বর্ণনা 2011-03-27 05:47:11)

Topic: আমি সুবর্না রায়

আমি সুবর্না রায়, খুলনা থেকে। গুগলে একটি সমস্যার সমাধান খুজতে খুজতে পেয়ে গেলাম এই ফোরামের ঠিকানা, ভাল গাগল। চেষ্টা করব নিয়মিত আসার।
পুনরায়ঃ কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি আমার প্রোফাইলে কোন ছবি আপলোড করিনী কিন্তু আমার প্রোফাইলে ছবি এল কোথা থেকে? যে ছবিটা এখানে এসেছে তা ফেসবুকে ছিল।



Re: আমি সুবর্না রায়

স্বাগতম হে বর্ননা আপি। আশা করছি ভালো লাগবে ফোরাম।

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!


Re: আমি সুবর্না রায়

স্বাগতম আরএমসি ফোরামে rose  rose
আমিও খুলনায় থাকি



Re: আমি সুবর্না রায়

ছবিটা ফেসবুক থেকে Fetch করা, একটা plugin বানাবো ভাবছি, অটো fetcher। ছবিতে আপত্তি থাকলে Profile এ যেয়ে চেঞ্জ করে নিতে পারেন। ফোরামে আপনাকে স্বাগতম।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: আমি সুবর্না রায়

আমার কোন সমস্যা নেই।



Re: আমি সুবর্না রায়

আপনার আলোয় হোক ফোরাম আলোকিত , আপনারে পেয়ে মোরা পুলকিত ।



Re: আমি সুবর্না রায়

বর্ণনা wrote:

গুগলে একটি সমস্যার সমাধান খুজতে খুজতে পেয়ে গেলাম এই ফোরামের ঠিকানা

কি সমস্যা আপনার সেটা তো বল্লেন না।  thinking

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books