Topic: উইনডোজ 7 এর ডেস্কটপ ব্যাকগ্রাউণ্ড এর স্লাইড শো নিজের ছবি দিয়ে

উইনডোজ 7 এর ডেস্কটপ ব্যাকগ্রাউণ্ড এর স্লাইড শো নিজের ছবি দিয়ে

আমরা বর্তমানে অনেকই উইনডোজ 7 ব্যবহার শুরু করেছি, কিন্তু একঘেয়ে ডেস্কটপ দেখতে কার ভাল লাগে বলুন? আসুন শিখে নেই কিভাবে উইনডোজ 7 এর ব্যাকগ্রাউণ্ড নির্দিষ্ট সময় পর পর নিজের পছন্দ মত ছবি দেবেন।

প্রথমেই আপনার পছন্দের ছবি গুলো একটি নির্দিষ্ট ফোল্ডার এ রাখুন।
http://img641.imageshack.us/img641/4250/201103251058.jpg
এজন্য ডেস্কটপ এ রাইট মাউসে ক্লিক করে Personalize এ ঢুকুন।
http://img847.imageshack.us/img847/3815/201103251059personaliza.jpg
এরপর Desktop Background (Slide Show) তে ক্লিক করুন।
এরপর পিক্চার লোকেশন এ Browse করে আপনার ছবির ফোল্ডার টি দেখিয়ে দিন॥
http://img845.imageshack.us/img845/4639/201103251100browseforfo.jpg
এরপর select all অপ্শন এ ক্লিক করে, change picture every তে 5 min বা 3 min দিন।
http://img339.imageshack.us/img339/8228/201103251100desktopback.jpg
Save changes দিয়ে বের হয়ে আসুন।
ব্যাস এবার ডেস্কটপ এ কিছুক্ষণ পর পর আপনার দেয়া ছবি স্লাইড শো চলবে।

লেখক : তৌফিক হাসান
Email: [email protected]

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: উইনডোজ 7 এর ডেস্কটপ ব্যাকগ্রাউণ্ড এর স্লাইড শো নিজের ছবি দিয়ে

খুব ভাল লাগল। যাক, একঘেয়েমি যাবে মনে হয়।  thumbs up

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: উইনডোজ 7 এর ডেস্কটপ ব্যাকগ্রাউণ্ড এর স্লাইড শো নিজের ছবি দিয়ে

আজকে দৈনিক আমার দেশ এ টপিক টি আমার নাম সহ এসেছে!   rock on!

http://www.amardeshonline.com/pages/det … 3/30/74577

http://my.jetscreenshot.com/2862/m_20110330-yvi9-77kb.jpg

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: উইনডোজ 7 এর ডেস্কটপ ব্যাকগ্রাউণ্ড এর স্লাইড শো নিজের ছবি দিয়ে

geret কাজ হয়ছে। কেমনে দিলে অখানে ?

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books