Topic: উইনডোজ 7 এর ডেস্কটপ ব্যাকগ্রাউণ্ড এর স্লাইড শো নিজের ছবি দিয়ে
উইনডোজ 7 এর ডেস্কটপ ব্যাকগ্রাউণ্ড এর স্লাইড শো নিজের ছবি দিয়ে
আমরা বর্তমানে অনেকই উইনডোজ 7 ব্যবহার শুরু করেছি, কিন্তু একঘেয়ে ডেস্কটপ দেখতে কার ভাল লাগে বলুন? আসুন শিখে নেই কিভাবে উইনডোজ 7 এর ব্যাকগ্রাউণ্ড নির্দিষ্ট সময় পর পর নিজের পছন্দ মত ছবি দেবেন।
প্রথমেই আপনার পছন্দের ছবি গুলো একটি নির্দিষ্ট ফোল্ডার এ রাখুন।
এজন্য ডেস্কটপ এ রাইট মাউসে ক্লিক করে Personalize এ ঢুকুন।
এরপর Desktop Background (Slide Show) তে ক্লিক করুন।
এরপর পিক্চার লোকেশন এ Browse করে আপনার ছবির ফোল্ডার টি দেখিয়ে দিন॥
এরপর select all অপ্শন এ ক্লিক করে, change picture every তে 5 min বা 3 min দিন।
Save changes দিয়ে বের হয়ে আসুন।
ব্যাস এবার ডেস্কটপ এ কিছুক্ষণ পর পর আপনার দেয়া ছবি স্লাইড শো চলবে।
লেখক : তৌফিক হাসান
Email: [email protected]