Topic: ৩৩-এ পা রাখলেন রানী মুখার্জী
গতকাল ২১-০৩-২০১১ ছিল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জির জন্মদিন। ১৯৭৮ সালের এই দিনে ভারতের কলকাতার এক সংস্কৃতিমনা পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। সেই হিসেবে কাল তিনি ৩৩ বছরে পা রাখলেন তিনি। রানীর বাবা রাম মুখার্জি একজন চলচ্চিত্র পরিচালক, মা কৃষ্ণা প্লে-ব্যাক গায়িকা এবং ভাই রাজা মুখার্জি চলচ্চিত্র পরিচালক-প্রযোজক। এছাড়াও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল হলেন রানী মুখার্জির খালাতো বোন এবং কলকাতার জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায় তার খালা।
১৯৯৭ সালে 'রাজা কি আয়েগি বারাত' ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পা রাখেন রানী। পরবর্তী বছরে আমির খানের বিপরীতে 'গোলাম' ছবিতে অভিনয় করে আলোচনায় চলে আসেন তিনি। এরপর শাহরুখ খানের বিপরীতে 'কুছ কুছ হোতা হ্যায়' ছবিতে অভিনয় করে ব্যাপক তারকাখ্যাতি অর্জন করেন। এ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য রানী ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে অনেক সুপারহিট ছবি উপহার দিয়ে বলিউডের সফল অভিনেত্রীদের শীর্ষে অবস্থান করেছেন বহুদিন। তার অভিনীত ছবিগুলোর মধ্যে বিচ্ছু, বাদল, হার দিল যো পেয়ার কারেগা, কাহি পেয়ার না হোযায়ে, চোরি চোরি চুপকে চুপকে, ব্ল্যাক, বান্টি অউর বাবলী, সাথিয়া, ইউভা, মুঝসে দোস্তি কারোগে উল্লেখযোগ্য। তার সর্বশেষ অভিনীত ছবি ছিল 'নো ওয়ান কিলড জেসিকা'। ছবিটি চলতি বছরের শুরুতে মুক্তি পেয়ে বেশ আলোচিত হয়েছে। পাশাপাশি রানী মুখার্জির অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে। কাল রানী মুখার্জি তার ৩৩তম জন্মদিন এবং হোলি একসঙ্গে উদযাপন করেন। কলকাতায় বাবা-মা'র সঙ্গেই এ দিনটি কাটানোর জন্য অনেক আগে থেকেই বিভিন্ন ধরনের প্রস্তুতিও তিনি নিয়েছিলেন। একই দিন হোলি হওয়ার কারণে পুরো ঘর তিনি নিজ হাতে সাজিয়েছেন। সব ব্যস্ততা ভুলে জন্মদিন এবং হোলি পরিবারের সঙ্গে উদযাপনের জন্য বেশ কয়েক দিন আগেই তিনি কলকাতা এসেছেন। তবে বড় কোন পার্টি রাখা হয়নি এবারের জন্মদিনে। শুধু কাছের আত্মীয়-স্বজনদের আমন্ত্রণ জানানো হয়েছে।