(edited by উপল BD 2010-03-30 17:10:58)

Topic: একটেল এখন রবি।

বাংলাদেশের অন্যতম মোবাইল কোম্পানী একটেল বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে তাদের কোম্পানীর নাম পরিবর্তন করে  রেখেছে রবি।সাথে সাথে পরিবর্ত করেছে লোগো।নিচের লিংক থেকে আপনারা রবির ট্যারিফ প্ল্যান দেখে নিতে পারেন।
এটা ২৮-০৩-২০১০ তারিখ থেকে কার্যকর করা হয়েছে।

http://www.robi.com.bd/index.php/page/view/118

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: একটেল এখন রবি।

নাম বদলাইলে যদি কম ও বদলাইত, তাইলে ভাল হইত, তবে রবি নামটা আমার পছন্দ হই নাই, বাকীদের কিরকম লাগছে আমি জানি না ॥

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: একটেল এখন রবি।

নাম বদলে গেলেও কাজ কিন্তু মোটেই বদলায়নি
ভাল কোনো সুযোগ সুবিধা তো দিচ্ছে না
আমরা সত্তিই হতাশ  :rotfl:  :rotfl:  :wave:

সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্বরণে
আমার হৃদয় রেখে যেতে চাই, তাদের সৃতির চরণে


Re: একটেল এখন রবি।

sawontheboss4 wrote:

নাম বদলাইলে যদি কম ও বদলাইত, তাইলে ভাল হইত, তবে রবি নামটা আমার পছন্দ হই নাই, বাকীদের কিরকম লাগছে আমি জানি না ॥

সহমত  :cloud9:

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।