Topic: ফেসবুকে অশ্লীল ছবি ব্যবহারে যুবকের কারাদন্ড
ফেসবুকে এক মেয়ের ছবি ব্যবহার করে একাউন্ট খুলে মেয়েটির ¬অশ্লীল ছবি ব্যবহারে অপরাধে এক যুবককে দেড় বছরের কারাদণ্ড হয়েছে।
শাকিল আহমেদ (২৩) নামের যুবকটিকে শনিবার বিকালে উত্তরায় এই দণ্ড দেন র্যাবের ম্যাজিট্রেট।
শাকিল একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র বলে ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, উত্তরা থানা এলাকার একটি মেয়ের অভিযোগের ভিত্তিতে র্যাব-১ এর মেজর এসএম মহিউদ্দিন একটি অভিযানকারী দল শাকিলকে উত্তরার ১১ নম্বর সেক্টরেরর ৪ নম্বর রোডের ১৭ নম্বর বাসা থেকে গ্রেপ্তার করে।
শাকিলের কম্পিউটারে আরো দুই মেয়ের সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে সে মেয়েটিকে অশ্লীল মেসেজ পাঠানো ও ফেসবুকে মেয়েটির নামে একাউন্ট খুলে সেখানে তার অশ্লীল ছবি আপলোড করার কথা স্বীকার করায় শাকিল আহমেদকে ১ বছর ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়।
সুত্র