Topic: ডেস্কটপ এ তৈরি করুন Restart বাটন
কম্পিউটার চলতে গেলে অনেক সময় আমাদের পিসি রিস্টার্ট করতে হয় । এজন্য সাধারণত Start মেনুতে গিয়ে Restart করতে হয়। । আপনি চাইলেই Desktop আইকন থেকে আপনার কম্পিউটার Restart করতে পারেন।
প্রথমে Desktop এ মাউস এর রাইটবাটন ক্লিক করুন, তারপর New তারপর Shortcut ।
তারপর Shortcut ডায়ালগ বক্সে লিখুন Shutdown -r -t 00
আপনি চাইলে সময় সেট করতে পারেন, মানে কত সময় পর আপনার কম্পিউটার Restart হবে। সে জন্য লিখতে হবে (Shutdown -r -t 60) মানে 1 মিনিট পর আপনার কম্পিউটার Restart হবে । তারপর Next বাটন এ ক্লিক করুন । এখানে একটি নাম দিন , যেমন Restart । তারপর Finish ক্লিক করুন । এখন Desktop এ Shutdown আইকনে ডাবল ক্লিক করলেই আপনার কম্পিউটার Restart হবে।
যদি ভুল করে রিস্টার্ট এ ক্লিক করে ফেলেন তবে run খুলে তাতে লিখুন “shutdown -a” । রিস্টার্ট বন্ধ হয়ে যাবে ।