Topic: সবাইকে গানটি শোনার জন্য বিশেষ অনুরোধ করছি।

কিছুদিন আগে একজনের অনুরোধে গানটি শুনি। শোনার পর মনে হয়েছে এখন পর্যন্ত আমার জীবনে শোনা ভালোবাসার জন্য কম্পোজ করা সবচেয়ে শ্রেষ্ঠ গানগুলোর মধ্যে একটি। এই গানের পটভূমিটা অনেক হৃদয় বিদারক।
পটভূমি (অন্যের কাছ থেকে শোনা):-গানটির রচয়িতা,গীতিকার ও সুরকার চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র।
৫ বছর ধরে একটি মেয়ের সাথে ছেলেটির সম্পর্ক থাকে। কী এক অজানা কারণে মেয়েটি ছেলেটিকে ছেড়ে আর একজনের সাথে সম্পর্ক করে। এতে সেই ছেলেটি অনেক দুঃখ পেয়ে গানটি রচনা করে মেয়েটিকে উৎসর্গ করে। তারপর অনেক কষ্ট পেয়ে আত্মহত্যা করে। গানটি শোনার পর মেয়েটি যখন ছেলেটি সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারে যে সে তার জন্যই আত্মহত্যা করেছে,এরপর সে নিজের ভুল বুঝতে পেরে নিজেকে এর জন্য দোষী ভেবে সেও আত্মহত্যা করে। আবার ওই মেয়েটির সাথে তখন যে ছেলেটির সম্পর্ক চলছিলো সেও মেয়েটির আত্মহত্যার কথা শুনে থাকতে না পেরে সেও আত্মহত্যা  করে।
যার জীবনে একদিনের জন্যে হলেও ভালোবাসা এসেছে তার কাছে গানটি অনেক অনুভূতিপূর্ণ হবে।
গানটি ডাউনলোড করুন সরাসরি নিচের লিংক থেকে--
চলে গেলে

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: সবাইকে গানটি শোনার জন্য বিশেষ অনুরোধ করছি।

ডাউনলোড দিলাম, দেখি কেমন লাগে?

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: সবাইকে গানটি শোনার জন্য বিশেষ অনুরোধ করছি।

গানটা শুনে মনটা হাহাকার করে উঠলো !
দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা !!
আসলেই এই গানের পটভূমিটা হৃদয় বিদারক।
এই সম্পর্কে আড্ডার আসরেও একটা টপিক দিয়েছিলাম। যাহোক এখানে বাংলা লিরিকটা আপনাদের সবার জন্য দিয়ে দিলাম ।

নিকষ কালো এই আঁধারে
    ব্যান্ডের নামঃ পেপার রাইম
    ----------------------------
    অন্ধকার ঘরে, কাগজের টুকরো ছিঁড়ে
    কেটে যায় আমার সময়
    তুমি গেছো চলে
    যাওনি বিস্মৃতির অতলে
    যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়

    রেখেছিলাম তোমায় আমার হৃদয় গভীরে
    তবু চলে গেলে এই সাজানো বাগান ছেড়ে
    আমি রয়েছি তোমার অপেক্ষায়……

    নিকষ কালো এই আঁধারে
    স্মৃতিরা সব খেলা করে
    রয় শুধু নির্জনতা
    নির্জনতায় আমি একা
    একবার শুধু চোখ মেলো
    দেখো আজ পথে জ্বালি আলো
    তুমি আবার আসবে ফিরে
    বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে।

    কিছু পুরোনো গান
    কিছু পুরোনো ছবির অ্যালবাম
    এসবই আমার সাথী হয়ে রয়

    কাকডাকা ভোরে
    যখন সূর্য ঢুকে ঘরে
    কালো পর্দায় বাধা পেয়ে সরে যায়
    আমার এ জগত বড় আগলে রাখে আমায়
    তবু মাঝে মাঝে মনে হয়
    মৃত্যুই কি শ্রেয় নয়
    আমি রয়েছি তোমার অপেক্ষায়

    নিকষ কালো এই আঁধারে
    স্মৃতিরা সব খেলা করে
    রয় শুধু নির্জনতা
    নির্জনতায় আমি একা
    একবার শুধু চোখ মেলো
    দেখো আজ পথে জ্বালি আলো
    তুমি আবার আসবে ফিরে
    বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে

    আমার সব গান ধূলোয় মিশে যেতে চায়
    অস্তিত্বের প্রয়োজনে
    চাই তোমাকে এখানে
    আমি রয়েছি তোমার অপেক্ষায়

    নিকষ কালো এই আঁধারে
    স্মৃতিরা সব খেলা করে
    রয় শুধু নির্জনতা
    নির্জনতায় আমি একা
    একবার শুধু চোখ মেলো
    দেখো আজ পথে জ্বালি আলো
    তুমি আবার আসবে ফিরে
    বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে।

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।