Topic: সবাইকে গানটি শোনার জন্য বিশেষ অনুরোধ করছি।
কিছুদিন আগে একজনের অনুরোধে গানটি শুনি। শোনার পর মনে হয়েছে এখন পর্যন্ত আমার জীবনে শোনা ভালোবাসার জন্য কম্পোজ করা সবচেয়ে শ্রেষ্ঠ গানগুলোর মধ্যে একটি। এই গানের পটভূমিটা অনেক হৃদয় বিদারক।
পটভূমি (অন্যের কাছ থেকে শোনা):-গানটির রচয়িতা,গীতিকার ও সুরকার চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র।
৫ বছর ধরে একটি মেয়ের সাথে ছেলেটির সম্পর্ক থাকে। কী এক অজানা কারণে মেয়েটি ছেলেটিকে ছেড়ে আর একজনের সাথে সম্পর্ক করে। এতে সেই ছেলেটি অনেক দুঃখ পেয়ে গানটি রচনা করে মেয়েটিকে উৎসর্গ করে। তারপর অনেক কষ্ট পেয়ে আত্মহত্যা করে। গানটি শোনার পর মেয়েটি যখন ছেলেটি সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারে যে সে তার জন্যই আত্মহত্যা করেছে,এরপর সে নিজের ভুল বুঝতে পেরে নিজেকে এর জন্য দোষী ভেবে সেও আত্মহত্যা করে। আবার ওই মেয়েটির সাথে তখন যে ছেলেটির সম্পর্ক চলছিলো সেও মেয়েটির আত্মহত্যার কথা শুনে থাকতে না পেরে সেও আত্মহত্যা করে।
যার জীবনে একদিনের জন্যে হলেও ভালোবাসা এসেছে তার কাছে গানটি অনেক অনুভূতিপূর্ণ হবে।
গানটি ডাউনলোড করুন সরাসরি নিচের লিংক থেকে--
চলে গেলে