Topic: লিনাক্সের জন্য টরেন্ট ডাউনলোড সফ্টওয়ার
উবুন্টু আজকের যুগের অন্যতম সেরা লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম। লিনাক্সে করা যায় না এমন কিছুই নেই। তাই টরেন্ট ডাউনলোড করা যাবে না কেন! বাই ডিফল্ট উবুন্তুতে বেশ কিছু টরেন্ট ডাউনলোড করার সফ্টওয়ার দেয়া থাকে। লিনাক্সের বেশ কিছু জনপ্রিয় টরেন্ট ডাউনলোডের সফ্টওয়ার আছে।
তবে আমার পছন্দ Deluge (ডিলাজ)নামের বিট টরেন্ট সফ্টওয়ারটি। এটি বেশ ভালো আর ইউজার ফ্রেন্ডলি। তবে কোন সফ্টওয়ারটি বাছাই করে নেবেন টরেন্ট ডাউনলোডের জন্য, সেটি আপনার পছন্দের ব্যাপার। Deluge ডাউনলোডের জন্য এর হোমপেইজে যেতে পারেন, অথবা উবুন্তু থেকে টার্মিনাল নিচের কমান্ড লিখুন:
sudo apt-get install deluge-torrent
আপনার একাউন্টের পাসওয়ার্ড দিলেই ডাউনলোড আর ইনস্টলেশন সফলভাবেই শেষ হবে।
সুত্রঃ সামু
Medical Guideline Books