Topic: রিহানা’র গোপন অভিসার

http://my.jetscreenshot.com/2862/m_20110226-rpw8-19kb.jpg

বেসবল খেলোয়াড় ম্যাট ক্যাম্পের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বিশ্বের জনপ্রিয় সংগীত তারকা রিহানা। অন্যদিকে অভিনেত্রী আমান্ডা সিফ্রাইডের সঙ্গে রোমান্স চলছে অভিনেতা রায়ান ফিলিপের। এটা জানা কথা হলেও অজানা কথা হলো- রিহানা ও রায়ান ইউটার্ন করে সবার অলক্ষ্যে এখন পুরান প্রেম না ভেঙেই নতুন প্রেমে মজেছেন। তারা লং ড্রাইভে যাচ্ছেন, বিভিন্ন রেস্টুরেন্টে লাঞ্চ আর ডিনার সারছেন, বারে গিয়ে নাচছেন আবার রাত কাটাচ্ছেন একই সঙ্গে। মজার ব্যাপার হলো, রোমান্স তো তাদের মধ্যে চলছেই, তবে তা সবার অলক্ষ্যে। মিডিয়ার আড়ালে ঘনিষ্ঠজনদের চোখ এড়িয়ে তারা রোমান্সের কাজটি করে যাচ্ছেন। চলছে দু’মাস ধরে। বিভিন্ন অনুষ্ঠানে সবার সামনে ক্যাজুয়াল আলাপে ব্যস্ত থাকতে দেখা গেলেও অলক্ষ্যে ঠিকই গভীর চুম্বনে মেতে উঠতে ভুলছেন না দু’জন। আবার হঠাৎ পার্টি থেকে আলাদাভাবে লং ড্রাইভে বের হয়ে যাচ্ছেন। লসএঞ্জেলসে রিহানার বাড়িতে একটু রাত হলেও আসেন রায়ান। বিষয়টি যে কোন লাভস্টোরি ছবিকেও হার মানায়। তাদের ধারণা তারা বিষয়টি চাপা রাখতে পারবেন। কিন্তু মিডিয়ায় যে কোন খবর চাপা থাকে না, বিশেষ করে প্রেমের সম্পর্ক তো নয়ই। লসএঞ্জেলসের ডেইলি মেইল পত্রিকা আর তাদের ঘনিষ্ঠজনদের বরাতে এই সম্পর্কের গতি ফাঁস হয়ে গেছে।

সুত্র : মানবজমিন

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: রিহানা’র গোপন অভিসার

হায়রে প্রেমের তো শেষ নেই।  oh go on



Re: রিহানা’র গোপন অভিসার

এ আর এমন কি,কিছু দিন পর আবার W টার্ণ নিয়ে আগের প্রেমিকের কাছে ফিরে যাবে।
অট:-ভাই ছবিটা একটু কেমন কেমন হয়ে গেলো না।  love struck

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: রিহানা’র গোপন অভিসার

তারা কাতুকুতু খেল্লে আমার কি? ওটা তাদের ক, খ, গ,ঘ..............................  cool

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books