Topic: শহরের নাম পরিবর্তন করে এখন থেকে কমানো হবে সড়ক দুর্ঘটনা !!!
সড়ক দুর্ঘটনা রোধে যানবাহনের গতি কমানোর জন্য সতর্কতামূলক নানা প্রচারণা চালানো হয়। কিন্তু তাই বলে শহরের নাম পরিবর্তন! এমনটিই ঘটেছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের একটি শহরে।
জানা গেছে, গত বছর ভিক্টোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় স্পিড নামের একটি ছোট শহরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে যায়। তাই দুর্ঘটনা রোধে প্রচারণা সৃষ্টির লক্ষ্যে গত শুক্রবার স্পিড শহরের নাম পরিবর্তন করে স্পিডকিল রাখা হয়। আর এ পদক্ষেপের পেছনে রয়েছে ভিক্টোরিয়া ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্ট কমিশন। এ ছাড়া সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে এ বিষয়টি প্রচার করার জন্য একটি পেইজ খোলা হয়। এতে মাত্র ১০ ঘণ্টায় ১০ হাজার লোক সমর্থন দিয়েছে।
সূত্র
আগে ছিলো স্পীড আর এখন হইছে স্পিডকিল,নামে মধ্যেই যদি কিল থাকে তাহলে সড়ক দূর্ঘটনায় না হোক অন্য দূর্ঘটনায় আবার মানুষ মরা শুরু না হয়।