Topic: ছবির সঙ্কটে বন্ধ হয়ে গেছে রাজশাহীর বর্ণালী সিনেমা

স্টাফ রিপোর্টার: নতুন ছবির সঙ্কটের কারণে বন্ধ হয়ে গেছে রাজশাহীর বর্ণালী সিনেমা। কর্তৃপড়্গ শুক্রবার থেকে সিনেমা হলটি বন্ধ করে দিয়েছেন। বর্ণালী সিনেমার ঢাকা প্রতিনিধি সিরাজুল ইসলাম জানান, নতুন ছবির সঙ্কট, পুরনো ছবির ব্যবসা না হওয়ার কারণে সিনেমা হলটি চালানো কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। শাকিব খান অভিনীত নতুন ছবি যে টাকায় ভাড়া নিতে হয় এক সপ্তাহে সেই টাকা না ওঠার কারণে সিনেমা হল মালিককে নিয়মিত ড়্গতির সম্মুখীন হতে হয়েছে।
ফলে অব্যাহত ড়্গতি সামলাতে না পেরে বর্ণালী সিনেমা হলটি বন্ধ করা ছাড়া মালিকের কোন উপায় ছিল না। বাংলাদেশ চলচ্চিত্র বুকিং এজেন্টস এসোসিয়েশনের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বলেন, সিনেমা ব্যবসায় চরম দুর্দিন চলছে। দর্শক সিনেমা হলে আসছেন না। যদিও কোন কোন ছবিতে প্রথম দিন দর্শক আসে, কিন্তু পরের দিন থেকে তাদের আর কোন খবর থাকে না। নতুন পুরাতন সব ছবির ড়্গেত্রেই এমনটি হচ্ছে। অভিজ্ঞ চলচ্চিত্র ব্যবসায়ী সিরাজুল ইসলাম আরও বলেন, বর্তমানে যেভাবে সিনেমা নির্মাণ হচ্ছে তাতে দর্শকরা নতুন কিছু পাচ্ছে না। একই গল্প, একই শিল্পী, গেটআপ মেকআপ একরকম হওয়ার কারণে দর্শকদের মধ্যে বিরক্তি চলে এসেছে। প্রতিটি ছবিতেই একঘেয়েমি বিষয়গুলো প্রাধান্য পাওয়ায় দর্শক সিনেমা হল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তিনি বলেন, আজ সিনেমা হল বন্ধ হচ্ছে। এভাবে চলতে থাকলে আগামীতে সিনেমা শিল্প বন্ধ হয়ে যাবে বলে আমরা আশঙ্কা করছি।

সূত্র : এখানেRe: ছবির সঙ্কটে বন্ধ হয়ে গেছে রাজশাহীর বর্ণালী সিনেমা

হে হে হে .... সবার আগে সাকিব খানকে ঝেটিয়ে বিদায় করা উচিত,তাইলে যদি সিনেমা শিল্পের উন্নতি হয়।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: ছবির সঙ্কটে বন্ধ হয়ে গেছে রাজশাহীর বর্ণালী সিনেমা

সাকিব খানের উপ এত রাগ কেন? পরিচালক দের উপর রাগ করা উচিত॥  tongueRe: ছবির সঙ্কটে বন্ধ হয়ে গেছে রাজশাহীর বর্ণালী সিনেমা

আরে ভাই ওর মত খ্যাতরে যারা অভিনয়ে নেই তারা কোয়ালিটিলেস হবেই.....  :highfive:   :highfive:

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: ছবির সঙ্কটে বন্ধ হয়ে গেছে রাজশাহীর বর্ণালী সিনেমা

এরকম ভাবে কত সিনেমা হল যে বন্ধ হয়ে গেছে তার হিসেব কে রাখে !

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।