Topic: বাংলাদেশী ক্রিকেটার দের অনুপ্রাণিত করতে রাস্তায় নেমেছে আজ পাড়ার ছেলেরা

কিছুক্ষণ আগে নেট এ বসে ঝিমাচ্ছিলাম। হঠাত্ বাইরে শুনি ঢোল, বাঁশির শব্দ। যেয়ে দেখি প্রায় শ'খানেক মানুষ রাস্তায় নেমে বাংলাদেশ ক্রিকেট এর দল কে অনুপ্রাণিত করতে রাস্তায় নেমেছে। বিচিত্র সুন্দর। দেশের জন্য সবাই যখন এভাবে রাস্তায় নামে মনের ভিতরে আসলেই এক খুশির জোয়ার বয়ে যায়।

http://a8.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/183683_202000496477189_180169798660259_826496_1135997_n.jpg

আমার বাসার সামনের একটুকরো বাংলাদেশ।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: বাংলাদেশী ক্রিকেটার দের অনুপ্রাণিত করতে রাস্তায় নেমেছে আজ পাড়ার ছেলেরা

রাজশাহীতেও পোলাপানরা মোটর সাইকেলে করে ব্যাপক চিল্লা-ফাল্লা করতেছে।একদম উত্সবের আমেজ যাকে বলে।   thumbs up  thumbs up

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg