Topic: আজ আমার সবচেয়ে প্রিয় বন্ধু মারা গেছে,সবাই তার জন্য দোয়া করবেন।
আজ মনটা খুব খারাপ।আমার সবচেয়ে কাছের বন্ধু মারা গেলো,সিভিয়ার ব্রঙ্কীয়াল এজমা।নাম তার মোহাম্মদ লাইক আনোয়ার,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সাইন্স ডিপার্টমেন্টর ছাত্র।মাত্র ২২ বছর বয়সে,যে সময় মানুষ তার জীবনকে উপভোগ করে।আমি এখনও বিশ্বাস করতে পারছি না সে মৃত,মনে হচ্ছে একটু পর জেগে উঠে বলবে আসসালামুয়ালইকুম দাদা,কোথা থেকে।মানুষের জীবন কতটা আনসার্টেইন।
সবাই তার জন্য দোয়া করবেন।আপনাদের কাছে এটাই আমার কামনা।আসলেই সে অনেক ভালোমানুষ ছিলো।তার প্রমাণ আজকে রাজশাহীতে আমাদের ব্যাচের এমন একজনও ছিলো না যে তার মরদেহ একবরের জন্য হলেও দেখতে আসেনি,এমনকি এক বন্ধু পা ভেঙ্গে বাড়িতে বসে ছিলো,সেও অনেক কষ্ট করে তাকে শেষবারের মত দেখতে এসেছিলো।আল্লাহ যেনো তাকে জান্নাত নসিব করেন।