[center]:সমাধান:
আমি সমাধান চাই,
যে আলপনা একেছিলাম তোমার গালে....
যখন ফিরিয়ে দাওনি আমার প্রেম
শিশিরের কোমল স্পর্শ ছিল যেন সাথে,
কেন এমন প্রণয় তোমাতে হারাই?
আমি দু'বাহু ডোরে শুধু তোমাকে চাই...
আকাশের সব তারা প্রজ্জলিত করে,
মেঘের সাদা রঙ হাওয়ায় ভাসাই....
আমি শুধু তোমার হতে চাই।
বড় স্বাদ করে প্রেম তরী ভাসালাম,
তুমি যমুনার কূলে কেন বেরীবাধ দিলে....?
কেন দিলে দাহ এ বুকে ধীরে....?
তোমার তরে তবু প্রেমের স্বাদ সাজালাম!
আমি আজও তোমার হতে চাই আপন,
তোমার হৃদয় কেন এতটা কৃপণ..?
তুমি সুখ খুজে পাবেনা জানি,
তুমি আমার হয়ে থাক,-চিনি!
এ আমার সমাধান,বলো-ভা ল বা সি..।।[/center]