tazkianur wrote:
উপল BD wrote:
tazkianur wrote:

রাজশাহীর মশাগুলাকে অভিশাপ দিচ্ছি  devil  devil "আমার আল্লাহয় করবে তোমাদের বিচার ..."

মশারী আছে না?মশারীর মধ্যে ঢুকে "বাবু" হয়ে লেখাপড়া করো।   silly


মশারী আছে কিন্তু টঙ্গাবে কে???  nerd
আমি দরকার হলে না ঘুমিয়ে জেগে থাকব কিন্তু তাও মশারী টাঙ্গাব না,এই ব্যাপারে শিওর  devil

অলস আর কাকে বলে?কত প্রকারের ও কি কি?

tazkianur wrote:

আজকে রাজশাহীতে ফিরলাম।সকালে ঘুমাচ্ছিলাম,আম্মু ডেকে বলল,"তোমার ভাই বোন স্কুলে চলে যাচ্ছে,দেখা করে নাও নাহলে আর দেখা হবে না।" উঠে পাশের ঘরে গেলাম,দেখি আমার ভাই চোখ বন্ধ করেই শুয়ে শুয়ে নাস্তা খাচ্ছে!!! আমি গিয়ে বললাম "গিট্টু মি্য়া(!!!),আমি তো চলে যাব তোমার সাথে আর তো দেখা হবে না,আমি ও তোমার সাথে একটু শুয়ে থাকি?" তখন আমার ভাই আমাকে জড়িয়ে ধরে ছোট্ট হয়ে চুপ করে শুয়ে থাকল,ওর ছোট্ট শরীরটা কান্নায় কেঁপে উঠছিল। ওই সময় আমার মনটা এত খারাপ হল যে ইচ্ছা করছিল চিৎকার করে কাঁদি  big grin
মনটা খুবই খারাপ sad

আজ জীবনে প্রথম ছোট ভাই নাই বলে আফসোস হচ্ছে...।

উপল BD wrote:
Tamanna Afrin wrote:

কিন্তু এটাও সত্যি যে নিজের মধ্যে এমন একটা মন আছে যা ভালোলাগা মানুষটির ছন্মবেশে নিজের জীবনই বদলে দেয়......

খুবই জ্ঞান গম্ভীর সংলাপ,তাই মাথার উপর দিয়ে গেলো।  whistling

ইসস...আগে জানলে কথার বাণ আর একটু নীচ দিয়ে ছুড়তাম...

tazkianur wrote:
Tamanna Afrin wrote:

সত্যিই!! কোন মানুষের এমন ক্ষমতা নাই যে অন্যের জীবন একবারে বদলে দিতে পারে। কিন্তু এটাও সত্যি যে নিজের মধ্যে এমন একটা মন আছে যা ভালোলাগা মানুষটির ছন্মবেশে নিজের জীবনই বদলে দেয়......

thank u yrrr (u know why,lolz) silly  silly

যারা নিজের ভালো বোঝে নাহ শুধু তারাই মনে কথা শোনে...

সত্যিই!! কোন মানুষের এমন ক্ষমতা নাই যে অন্যের জীবন একবারে বদলে দিতে পারে। কিন্তু এটাও সত্যি যে নিজের মধ্যে এমন একটা মন আছে যা ভালোলাগা মানুষটির ছন্মবেশে নিজের জীবনই বদলে দেয়......