সমুখে রোদ্দুর খেলা করলেও
আগাম বর্ষার পদধ্বনি এখনি শোনা যায়।
দুর দিগন্তের পথপানে চেয়ে থাকা ক্লান্ত দুচোখ-
যে চোখে অশ্রু নেই
আছে রক্তাক্ত স্মৃতি পিঞ্জর।
যে চোখে হিংসা নেই,
আছে মায়াভরা হরিনীর কৌতুহল,
যে বর্ষায় মাঠ ভিজেনা
ভিজে রমনীর হৃদয়।

২৭

(১৩ replies, posted in আত্মপরিচয়)

আমি যাযাবর, ফোরামে ফোরামে ঘুরে বেড়াই আর আড্ডা মারি। সুদুর পরবাস হতে লিখছি। আর যখনই সময় পাব তখনি আপনাদের ফোরামে আসব আশা করছি।