সমুখে রোদ্দুর খেলা করলেও
আগাম বর্ষার পদধ্বনি এখনি শোনা যায়।
দুর দিগন্তের পথপানে চেয়ে থাকা ক্লান্ত দুচোখ-
যে চোখে অশ্রু নেই
আছে রক্তাক্ত স্মৃতি পিঞ্জর।
যে চোখে হিংসা নেই,
আছে মায়াভরা হরিনীর কৌতুহল,
যে বর্ষায় মাঠ ভিজেনা
ভিজে রমনীর হৃদয়।
Custom Search