Topic: মোবাইল এ বাংলা দেখা ও লেখা প্রসংগে

বহু মোবাইল ইউজার তাদের মোবাইল এ বাংলা ফন্ট দেখতে ও লিখতে পাচ্ছে না । এর সমাধান জানালে অনেকেই উপকৃত হবে।

ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে,
অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে।


Re: মোবাইল এ বাংলা দেখা ও লেখা প্রসংগে

opera mini latest(5) টা ডাউনলোড করে opera:config (খেয়াল করুন www নেই) লিখে ইন্টারনেট কানেক্ট করুন।

লাস্ট অপ্শন থেকে : Use bitmap fonts for complex script > Yes (No থাকে) করে দিন॥

সেভ করে বের হয়ে আসুন।

বাংলা দেখতে পাবেন॥

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: মোবাইল এ বাংলা দেখা ও লেখা প্রসংগে

এটি তো মোবাইল বিষয়ক আলোচনায় দেয়া হয়েছিল, দয়া করে পোস্টগুলো পড়বেন এবং ফোরামকে ধন্য করবেন। নিচের লিংকটিতে ক্লিক করুন...
http://www.rmcforum.com/viewtopic.php?id=100

সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্বরণে
আমার হৃদয় রেখে যেতে চাই, তাদের সৃতির চরণে


Re: মোবাইল এ বাংলা দেখা ও লেখা প্রসংগে

সাকির আহমেদ রনি wrote:

এটি তো মোবাইল বিষয়ক আলোচনায় দেয়া হয়েছিল, দয়া করে পোস্টগুলো পড়বেন এবং ফোরামকে ধন্য করবেন। নিচের লিংকটিতে ক্লিক করুন...
http://www.rmcforum.com/viewtopic.php?id=100

রনি ভাই আপনি যে পোস্ট টি দিয়েছেন তা ১৪ এপ্রিলের কিন্তু আমি পোস্টটি দিয়েছি এপ্রিলের ১ তারিখে।তাই কোন কিছু বলার আগে দেখে বলার অনুরোধ করছি। :/

ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে,
অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে।


Re: মোবাইল এ বাংলা দেখা ও লেখা প্রসংগে

ধন্যবাদ ভাই, বিষয়টি নজরে নিয়ে আসার জন্য :whistling:

সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্বরণে
আমার হৃদয় রেখে যেতে চাই, তাদের সৃতির চরণে