Topic: রিকন্ডিশন্ড প্রেমিকা ও পরস্ত্রী কাতর !

সাংবাদিক আনিস আলমগীর'কে তো সবাই চেনেন ! ঐ যে ইরাকে যুদ্ধের সময় যিনি রনাঙ্গণ থেকে নিউজ কাভার করে বিখ্যাত হয়েছিলেন,
(না চিললেও ক্ষতি নেই) ছবি দেখুনঃ

http://www.rongmohol.com/uploads/1625_anis_alamgir.jpg
এই আনিস ভাই যে কি সুন্দর কবিতা লিখতে পারেন পড়ে দেখুন,
আমি FBএ দেখার পর থেকে ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করবো।

http://www.rongmohol.com/uploads/1625_poem_by_anis_alamgir2.jpg

http://www.rongmohol.com/uploads/1625_poem_by_anis_alamgir.jpg

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।


Re: রিকন্ডিশন্ড প্রেমিকা ও পরস্ত্রী কাতর !

আপনার পোস্ট করা দুটো কবিতাই পড়েছি। একেবারেই বাস্তবধর্মী কবিতা। আমার পরিচিত এক ভাইয়ের গল্প বলি--সে মাস ছয়েক আগে বিয়ে করেছিল। ভাবী দেখতে যথেষ্ট সুন্দরী। হটাত একদিন কথা প্রসঙ্গে সে বলল, নিজের বউকে অন্য মেয়ের সাথে তুলনা করলে নাকি বউ এর চেয়ে পরনারীকেই বেশি আকর্ষণীয়া লাগে। আসল ব্যাপার হচ্ছে, জীবনের সকল ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য..... কেউই তার নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট নয়।

সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্বরণে
আমার হৃদয় রেখে যেতে চাই, তাদের সৃতির চরণে


Re: রিকন্ডিশন্ড প্রেমিকা ও পরস্ত্রী কাতর !

পরের স্ত্রী দূর থেকে দেখতে সুন্দর লাগে কিন্তু কাছে গেলে আর ভালো লাগবে না। যাইহোক অচেনা ভাইকে এতো মজার একটি কবিতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।জটিল মজা পাইছি  :crackup:   :crackup:

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg