Topic: মার্কিন প্রেসিডেন্টদের বিচিত্র কাহিনী !

১. হোয়াইট হাউসে বিয়ে
আমেরিকান একমাত্র প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড যার বিয়ে হয়েছিল হোয়াইট হাউসে।

২. আবিষ্কারক
টমাস জেফারসন আবিষ্কার করেছিলেন পেডোমিটার (হাঁটার দূরত্ব মাপার যন্ত্র), লেজি সুসান (খাবার পরিবেশনের ঘূর্ণায়মান যন্ত্র) এবং ডাম্ব ওয়েটার (ছোট লিফট)। আব্রাহাম লিংকন ক্ষমতায় থাকা অবস্থায় একটি জটিল ডিভাইস আবিষ্কার করেন, যাতে বাতাস ঢুকিয়ে খরস্রোতা নদীতে নৌকা ভাসানো যেত।

৩. স্বল্পশিক্ষিত
আমেরিকান প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে স্বল্প শিক্ষিত ছিলেন অ্যান্ড্রু জনসন। তার শিক্ষক ছিলেন তার স্ত্রী। স্ত্রীই তাকে পড়ালেখা শেখান। অপরদিকে জেমস মনরো কলেজের গন্ডও পার হতে পারেননি।

৪. প্রথার উদ্ভাবক
আমেরিকান প্রেসিডেন্টদের মাথা নুইয়ে অভিবাদন জানাত সবাই। কিন্তু জেফারসনই প্রথম, যিনি অতিথিদের সঙ্গে হ্যান্ডশেকের প্রথা চালু করেছিলেন। আবার ফ্রাংকলিনই প্রথম হোয়াইট হাউসে ক্রিস্টমাস ট্রি বসান। অপরদিকে প্রেসিডেন্ট জেমস মেডিসন হাঁটু পর্যন্ত লম্বা পোশাকের বদলে ট্রাউজার পরিধানের প্রথা চালু করেন।

৫. সবচেয়ে লম্বা
সবচেয়ে লম্বা প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিংকন। যার উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি।

৬. খেলোয়াড়
অধিকাংশ প্রেসিডেন্টই শরীরচর্চা এবং খেলাধুলাকে অত্যন্ত গুরুত্ব দিতেন। ১৯৩২ এবং ১৯৩৩ সালে ইউনিভার্সিটি অব মিশিগানের জাতীয় চ্যাম্পিয়ন টিমগুলোর সঙ্গে ফুটবল খেলেছেন ফোর্ড। প্রেসিডেন্ট আইজেন হাওয়ার খুব ভালো গলফ খেলতে পারতেন। কেনেডি দিনে দুইবার সাঁতার কাটতেন।

৭. সবচেয়ে বয়সী
প্রেসিডেন্ট রোনাল্ড রিগান আমেরিকান প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী ছিলেন। যখন তিনি হোয়াইট হাউস ত্যাগ করেন তখন তার বয়স ছিল ৭৭ বছর।

৮. কম কথা বলা
প্রেসিডেন্ট কেলভিন কোলিজ বিখ্যাত ছিলেন কম কথা বলার জন্য। একবার এক মহিলা বাজি ধরে প্রেসিডেন্টের কাছ থেকে দুইয়ের অধিক শব্দের কথা আদায় করার জন্য। মহিলাটি এক পার্টিতে তার পাশে বসে তাকে বলে, মি. কোলিজ, আজ আপনাকে কথা বলতেই হবে। কারণ আমি বাজি ধরেছি আপনার কাছ থেকে দুইয়ের অধিক শব্দের কথা আদায় করার জন্য। কিন্তু মহিলাটিকে হতাশ করে কোলিজ জবাব দিলেন 'আপনি হেরেছেন'।"

৯. কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট
বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামাই হচ্ছেন একমাত্র কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।

১০. একমাত্র ব্যাচেলর
প্রেসিডেন্ট জেমস বুচানান ছিলেন একমাত্র ব্যাচেলর প্রেসিডেন্ট।

১১. ব্যতিক্রমী প্রতিভা
কিছু প্রেসিডেন্টের অসাধারণ ব্যতিক্রমী প্রতিভা ছিল। প্রেসিডেন্ট কেনেডি প্রতি মিনিটে দুই হাজার শব্দ পড়তে পারতেন। জন কুইন্সি অ্যাডামস রেশম পোকার চাষ করতে পারতেন।

১২. সবচেয়ে বিশালদেহী
উইলিয়াম হাওয়ার্ড টাফট ছিলেন সবচেয়ে বিশালদেহী প্রেসিডেন্ট। তার ওজন ছিল ৩৫০ পাউন্ড।

১৩. শাস্তি
প্রেসিডেন্ট ইউলিসিস এস. গ্রান্টকে আইন অমান্য করার অপরাধে শাস্তি পেতে হয়েছিল। স্পিড লিমিটের ওপরে গাড়ি চালানোর অপরাধে তাকে বিশ ডলার জরিমানা করা হয়।

১৪. অভিনেতা
প্রেসিডেন্ট রোনাল্ড রিগান চলচ্চিত্রে অভিনয় করেছেন। ডিঙ্ন-থ্রিতে সমুদ্রে ডুবে মরার হাত থেকে একবার সাতাত্তর জন মানুষকে প্রাণে বাঁচিয়েছিলেন তিনি।

১৫. সবচেয়ে বেঁটে
জেমস মেডিসন মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে বেঁটে ছিলেন। তার উচ্চতা ছিল ৫ ফুট ৪ ইঞ্চি এবং ওজন ১০০ পাউন্ড।

১৬. প্রথম দাড়ি রাখেন
লিংকনই প্রথম প্রেসিডেন্ট যিনি দাড়ি রেখেছিলেন।

১৭. প্রথম টেলিফোন এবং বৈদ্যুতিক বাতি
রাফারফোর্ড বি. হেস প্রথম প্রেসিডেন্ট, যার আমলে প্রেসিডেন্ট বাসভবনে টেলিফোন সংযোগ দেওয়া হয়। অপরদিকে প্রেসিডেন্ট বেঞ্জামিন হ্যারিসনের সময়ে হোয়াইট হাউসে বৈদ্যুতিক বাতি লাগানো হয়। তবে এই বাতি দেখে বেঞ্জামিন এবং তার স্ত্রী দুজনই প্রথমে বেশ ভয় পেয়েছিলেন। এজন্য বেঞ্জামিন কখনো নিজ হাতে বাতি জ্বালাতেন না।

সংগ্রহঃ এখান থেকে

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।


Re: মার্কিন প্রেসিডেন্টদের বিচিত্র কাহিনী !

আফসোস বুশের কোন কীর্তি বিচিত্র কাহিনীতে নাই ! দ্যান না কেউ তার বিচিত্র কোন কাহিনী !!

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।


Re: মার্কিন প্রেসিডেন্টদের বিচিত্র কাহিনী !

তবে আমার জানামতে আমেরিকার প্রেসিডেন্ট হতে বুদ্ধি থাক লাগে না।  :jaw-dropping:

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: মার্কিন প্রেসিডেন্টদের বিচিত্র কাহিনী !

sawontheboss4 wrote:

তবে আমার জানামতে আমেরিকার প্রেসিডেন্ট হতে বুদ্ধি থাক লাগে না।  :jaw-dropping:

বুশকে এই পর্যায়ে ফেলা যায় নিশ্চয় :d  :d

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!