(edited by sfk505 2017-08-14 18:53:20)

Topic: সুলতা, শুধু তোমার জন্য (বইটির ডাউনলোড লিঙ্কসহ)

Download Book:    http://noboboi.com/product/view/sulota-tumar-jonno
PunBB bbcode test
জীবনের নিঃসঙ্গ বন্ধুর পথ চলতে চলতে
আকস্মিক তার সাথে দেখা।
অজানা, অচেনা
তবু যেন কত পরিচিত,
যুগ জন্মান্তরের চেনা।
ভাবি এই বুঝি আমার ঠিকানা,
এখানেই বুঝি পথচলা শেষ।
এখানেই বুঝি ভালবাসার ছায়ায় বিশ্রাম
অবিরাম বিশ্রাম।

কিন্তু সব ভাবনা কি সত্যি হয়,
একদিন কাছে এসে ও কাছের মানুষ হারিয়ে যায়।
আবার এই আমি সেই আমি হয়ে যাই।
অসহায়,নিঃসঙ্গ,বিপন্ন।
লক্ষ্যবিহীন শুরু হয় আবার পথচলা।

যে যায় সেকি ফিরে আসে।
আসে না।
আসবে না একম ও তো বলা যায় না।
আসতে ও তো পারে।
এটি যুক্তির কথা।
বাস্তবতা এই–
তার সন্ধান আর মেলেনি।

ফিরে আসবে একথা ভেবে কল্পনায় সুখ
পাওয়া ও যেতে পারে।
বাস্তবে নয়।
তখন বুঝতে পারি, বেশ বুঝতে পারি
সে আর ফিরবে না…
অনন্তকাল প্রতীক্ষার নামই বুঝি ভালবাসা ।।

প্রাক্তন মেট্রোপলিটান ম্যাজিষ্ট্রেট ও সাবেক এডিসি কবি শফিকুল ইসলাম বাংলাদেশ সরকারের উপসচিব। বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। 'বাংলাদেশ পরিষদ সাহিত্য পুরষ্কার' ও 'নজরুল স্বর্ণ পদক' প্রাপ্ত হন। প্রকাশিত কাব্যগ্রন্থ:- 'তবু ও বৃষ্টি আসুক',শ্রাবণ দিনের কাব্য',মেঘভাঙা রোদ্দুর' "দহন কালের কাব্য ও 'প্রত্যয়ী যাত্রা' ।
visit: http://www.somewhereinblog.net/blog/sfk505


Re: সুলতা, শুধু তোমার জন্য (বইটির ডাউনলোড লিঙ্কসহ)

onek din por forum e keo lekha dilo, valo laglo pore. "তখন বুঝতে পারি, বেশ বুঝতে পারি
সে আর ফিরবে না…" onek shundor line.

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।