Topic: বুঝতে পারছি না কি করবো?

আমার ব্য়স ২০। আমার মাসিক কখনো ৩০ দিনে আবার কখনো ৩৪ দিনে হয়। গত ২৭ এপ্রিল এর পর মাসিক হয় ৩১ মে। আর আমরা জুন মাসের ২০, ২৩,২৪,২৫ তারিখে কনডম ছাড়া মিলিত হোয়।
আজ ৬ জুলাই, এখনো আমার মাসিক হয়নি। খুব চিন্তায় আছি। যদি আমি প্রেগন্যানট হোয় তবে কি করে এবং কখন টেস্ট করবো?  আর যদি টেস্ট পজিটিভ আসে তবে কি করে গরভপাত করতে হবে? প্লিজ কেউ সমাধান দিবেন?Re: বুঝতে পারছি না কি করবো?

জুন মাসের ২০ তারিখ আপনার জন্য রিস্ক পিরিয়ড ছিল, সে জন্য আপনাকে এখন প্রেগন্যান্সি টেস্ট করতে হবে, বাজারে প্রেগন্যান্সি টেস্ট করার কিট পাওয়া যায়। সেটি কিনে আগে কনফার্ম করুন।Re: বুঝতে পারছি না কি করবো?

প্রেগন্যান্সি টেস্ট করার কিট দিয়ে পরীক্ষা করার পর নেগেটিভ রেজাল্ট  আসছে? কিন্তু মাসিক ত শুরু হচ্ছে না। কি করা যায় @sawontheboss4 ?Re: বুঝতে পারছি না কি করবো?

অনেক সময় দুশ্চিন্তা তেও মাসিক পিছিয়ে যেতে পারে, আর আপনার মাসিক আগে থেকেই রেগুলার প্যাটার্ন মানছে না, দুশ্চিন্তা না করে, মনকে রিল্যাক্স রাখুন। আপনি যদি কণসিভ নাও করতে চান, অনেক পদ্ধতি আছে, এত তাড়াহুড়ার কিছু নেই।