Topic: আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো রাজশাহী মেডিকেল কলেজ বাংলা ফোরাম।
বাংলাদেশে মেডিকেল কলেজসমূহের মধ্যে প্রথমবারের মত চালু হলো রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম।আজকে সকালে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃএ. বি. এম আব্দুল হান্নান এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধমে ফোরামের উদ্বোধন করেন। এসময় আর উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যাক্ষ ডাঃএস.আর. তরফদার সহ অন্যান্য ডাক্তারবৃন্দ।
punbb এর উপর ফোরামটি তৈরি করেছেন ৪৯ তম (তৃতীয় বর্ষ )এমবিবিএস এর মেধাবী ছাত্র তৌফিক হাসান শাওন। মডারেশনের দায়িত্বে আছেন ৫০ তম (2য় বর্ষ )এমবিবিএস এর ছাত্র সাঈদুজ্জামান উপল।
এখানে মেডিকেল বিষয়ক আলোচনার পাশাপাশি কম্পিউটার,মোবাইল, কৌতুক, বিনোদন জগতের বিষয় নিয়েও আলোচনা থাকবে। আপনাদের সবাইকে ফোরামে আমন্ত্রন থাকলো। আশা আমাদের এই অগ্রযাত্রায় সকলেই শরিক হবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে আমাদের সহযোগিতা করবেন। ধন্যবাদ।
ফোরামের ওয়েবসাইট:- http://www.rmcforum.com
প্রথম-আলোতে ফোরামের খবর:-
http://prothom-alo.com/detail/date/2010 … news/58450