(edited by sfk505 2015-06-10 15:49:51)

Topic: এক জীবনে আমার ক্ষতি হয়ে গেলো কত (লিরিক)

PunBB bbcode test
সবকিছু ঠিকই চলছে আগের মত,
কেবল তোমার বিহনে
কিছুই আমার চলছে না আগের মত ॥

সেই সুর সেই গান আজ ও আছে
তবু কোথায় যেন ছন্দ পতন হয়েছে-
কেউ বুঝবে না তোমায় হারিয়ে
এক জীবনে আমার ক্ষতি হয়ে গেলো কত ॥

তোমায় হারানোর ক্ষতি বিশাল এমন
বিশ্বটা এনে দিলে ও হবে না সে ক্ষতিপূরণ-
আজ আমার বেচে থাকাটাই হল দায়
এক জীবনে ছোট এই বুকে বেদনা নিয়ে এত ॥

প্রাক্তন মেট্রোপলিটান ম্যাজিষ্ট্রেট ও সাবেক এডিসি কবি শফিকুল ইসলাম বাংলাদেশ সরকারের উপসচিব। বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। 'বাংলাদেশ পরিষদ সাহিত্য পুরষ্কার' ও 'নজরুল স্বর্ণ পদক' প্রাপ্ত হন। প্রকাশিত কাব্যগ্রন্থ:- 'তবু ও বৃষ্টি আসুক',শ্রাবণ দিনের কাব্য',মেঘভাঙা রোদ্দুর' "দহন কালের কাব্য ও 'প্রত্যয়ী যাত্রা' ।
visit: http://www.somewhereinblog.net/blog/sfk505


Re: এক জীবনে আমার ক্ষতি হয়ে গেলো কত (লিরিক)

সুন্দর লিরিক। হৃদয় ছুঁয়ে গেল...