Topic: সকাল ও সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হলে মৃত্যুঝুঁকি বেশি

দিনের কোনো একটি নির্দিষ্ট সময়ে হূদরোগে আক্রান্ত হলে মৃত্যুর ঝুঁকি বেশি বলে দাবি করেছেন গবেষকরা। নির্দিষ্ট সময়টিও তারা খুঁজে বের করেছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে বিবিসি। দিনের শুরুতে অর্থাত্ সকালে ও দিনের শেষে বা সন্ধ্যায় হূদরোগে আক্রান্ত হলে ‘মৃত্যুর’ আশঙ্কা বেশি বলে ব্রিটেনের ‘নেচার’ পত্রিকায় প্রকাশিত একটি জরিপ প্রতিবেদনে জানানো হয়।

http://i.imgur.com/ZsHOB.jpg

এতে বলা হয়, মানুষের শরীরে হূদস্পন্দনের গতি নিয়ন্ত্রণকারী প্রোটিনের হার সারাদিন ধরেই ওঠানামা করতে থাকে। মানুষের দৈনন্দিন জীবনের মতো শরীরের ভেতরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গগুলোও প্রতিদিন একটি রুটিনমাফিক কাজ করে থাকে। হূদযন্ত্রও এভাবে রুটিন মেনেই কাজ করে এবং শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গগুলোর সঙ্গে সমন্বয় করতে থাকে। এ রুটিন অনুযায়ী শরীরের ভেতরে রাসায়নিক ক্রিয়াকলাপও সারাদিন ধরে বদলাতে থাকে যা স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে।

তথ্যসুত্র

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।