Topic: চিটাগাং নয়, বরিশালই সেমিফাইনালে!
খেলার বাইরেই নাটক পাল্টা নাটক চলছে বিপিএলে। রবিবার বরিশাল যখন সেমিফাইনালে উঠার আনন্দে ভাসছিল কে জানত পরের দিন সিদ্ধান্ত হবে না বরিশাল নয় সেমিফাইনাল খেলবে চিটাগাং কিংস। না, নাটক এখানে শেষ নয় আরো আছে, এই মাঝরাতে আবার ঘোষনা আসল চিটাগাং নয় বরিশালই খেলবে সেমিফাইনাল।
সোমবার সন্ধ্যায় বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান জানান মুখোমুখি ম্যাচে এগিয়ে থাকার কারনে চিটাগাং সেমিফাইনাল খেলছে। কিন্তু এরপর আবার জরুরী বৈঠকে বসে বিপিএল কমিটি। টুর্নামেন্ট বাইলজের সকল ধারা উপধারা বিশ্লেষন করে আবার সিদ্ধান্ত নেয়া হয় চিটাগাং নয় বরিশালই খেলবে সেমিফাইনাল।
গভীর রাতের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার বিপিএলের সেমিফাইনাল খেলছে দুরন্ত রাজশাহী, খুলনা রয়েল বেঙ্গলস, ঢাকা গ্ল্যাডিয়েটরস ও বরিশাল বার্নার্স।
রান রেটের হিসাব মুখোমুখি ম্যাচের ধোঁয়াশা নিয়ম কানুন এবং লিপুর ভুলে সেমিফাইনাল নাটক হয়েছে। একটি সিদ্ধান্তে বারবার পরিবর্তনে ক্রিকেট দর্শকরা কিছুটা বিভ্রান্ত।