Topic: ইন্টারনেটে টাকা উপার্জন ................
ইন্টারনেটে টাকা উপার্জন করার আসল Bux Site!
অনলাইনে আয় করতে আমরা যেসকল সাইট ব্যবহার করি তার ৯৫% ই ভূয়া যা আমাদের সময় আর শ্রমকে ধূলির সাথে মিশিয়ে দেয় আর শেষ পর্যন্ত আমরা পরিচিত হই অভিশপ্ত ইন্টারনেটের সাথে। কিন্তু ইন্টারনেট কখনোই অভিশপ্ত নয়। আমি আপনাদের একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এতে আপনি ১০০% নিশ্চিত ইনকাম করতে পারবেন কিন্তু জানেনই তো শ্রম দেয়া ছাড়া শ্রমের মূল্য পাওয়া সম্ভব নয়, তাই আপনাকে কিছুটা পরিশ্রম করতে হবে। সাইটটি পপুলার হওয়ায় অনেকের চেনা তাই সেই ভাইদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এটি সম্পর্কে আবার লেখার জন্য। সাইটটির নাম (www.alivebux.com) )সাইটটি অত্যন্ত নির্ভরযোগ্য একটি সাইট। কারণ এ সাইট থেকে টাকা উপার্জন করেছে এমন বহু বাংলাদেশী সদস্য খুজে পাওয়া গেছে । এই সাইটটির সুযোগ সুবিধা অন্যান্য সাইটের তুলনায় অনেক বেশি কারণ অন্যান্য সাইটগুলো থেকে এখানে এ্যাডের পরিমান বেশি থাকে।
এখানে প্রতিদিন আপনি ন্যূনতম ২০-৩০ টি এ্যাড দেখার সুযোগ পাবেন। যার প্রতিটি এ্যাডের জন্য পাওয়া যায় ০.১-০.০০০৫ সেন্ট অর্থাৎ প্রতিদিন ন্যূনতম ২০-৩০ সেন্ট আয় করা সম্ভব এবং একেকটি এ্যাড দেখার মেয়াদ মাত্র ৫-৩০ সেকেন্ড হওয়ায় এর জন্য আপনাকে সময় দিতে হবে বড়জোর ১৫-২০ মিনিট। ভাবছেন প্রতিদিন উপার্জন করব মাত্র ২০-৩০ সেন্ট? কিন্তু অন্য ব্যপারও আছে। এখানে আপনি রেজিষ্ট্রেশন করলে সাথে সাথে পাবেন একটি রেফারাল আইডি। এই আইডি দ্বারা আপনি আরও অনেক লোককে নানাভাবে এই সাইটে রেফার করতে পারবেন। আপনার রেফারাল প্রত্যেকের আয়ের সমান পরিমান টাকা জমা হবে আপনার একাউন্টে। তাই প্রকৃত অর্থে আয়ের পরিমাণ কিন্তু কম নয়। মনে করুন আপনার একটি একাউন্ট আছে সেখানে আপনি উপার্জন করেন মাত্র ১০ সেন্ট এবং আপনার রেফারাল করেছেন ২০ জন। এখন তারা যদি তাদের অর্থের আশায় মাত্র ১০ টি করে এ্যাড দেখে যার প্রতিটি এ্যাডের পেমেন্ট হয় ১ সেন্ট তাহলে আপনি পাবেন মোট ১০+(২০x১০)=২.১০ ডলার প্রতিদিন যা বাংলাদেশের হিসেবে ১৪৯.১ টাকা, মাত্র ২০ মিনিট সময় ব্যয় করে। তাহলে এর চেয়ে সুবিধা কোথায় পাবেন বলুন?
Join Link: http://www.alivebux.com/index.php?ref=layla009