(edited by shasbikal 2011-11-03 14:58:15)

Topic: বৃষ্টির বরতা

বৃষ্টির বরতা
শেষ বিকেল

বাহিরে বহিছে বৃষ্টি
বাদল বর্ষনে,
বিদ্ধস্থ বলাকা বলয়
বায়ূর বর্ণে।

বৃষ্টির বাজনা বাজে
বিধবার বুকে,
বাশরির বাশি বন্ধ
বৃষ্টির বিপাকে।

বৃষ্টিতে বিজলির বিদ্রুপ
বিধুর বিড়ম্বনা,
বলগাহীন বারিবাহ বুঝি
বিষক্ত বিছানা।

বিদিশা বৃষ্টির বশে
বিহবল বসুধা,
বৃষ্টির বর্ষণে বহমান
বানের বরতা।

১৪/০৪/০৪ইং
বারান্দিপাড়া

শেষ বিকেল


Re: বৃষ্টির বরতা

বরতা মানে কি? বুঝলাম না...  sad



Re: বৃষ্টির বরতা

বরতা মানে খবর আর কি

শেষ বিকেল


Re: বৃষ্টির বরতা

shasbikal wrote:

বৃষ্টির বরতা
শেষ বিকেল

বাহিরে বহিছে বৃষ্টি
বাদল বর্ষনে,
বিদ্ধস্থ বলাকা বলয়
বায়ূর বর্ণে।

বৃষ্টির বাজনা বাজে
বিধবার বুকে,
বাশরির বাশি বন্ধ
বৃষ্টির বিপাকে।

বৃষ্টিতে বিজলির বিদ্রুপ
বিধুর বিড়ম্বনা,
বলগাহীন বারিবাহ বুঝি
বিষক্ত বিছানা।

বিদিশা বৃষ্টির বশে
বিহবল বসুধা,
বৃষ্টির বর্ষণে বহমান
বানের বরতা।

১৪/০৪/০৪ইং
বারান্দিপাড়া

     



মনোযোগ সহ লিখতে হবে।

Gp