Topic: AVAST অ্যান্টিভাইরাস নিয়ে যান !! এক্কেবারে ফ্রি !!
অ্যাভাস্ট একটি অত্যন্ত ভালো মানের অ্যান্টিভাইরাস। যারা এটি ব্যবহার করেছেন, তারা তো জানেনই। মায়ের কাছে মাসির গল্প করতে চাই না !!
আর যারা এটি এখনও ব্যবহার করেন নাই, আমার সাজেশন থাকবে, একবার ব্যবহার করে দেখুন। প্রেমে পড়ে যাবেন !!
আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সব রকমের অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস (লাইসেন্স সহ) !!
অ্যাভাস্ট ৪ রকমের আছে। যথাঃ
১। ফ্রি/হোম
২। প্রফেশনাল
৩। বিজনেস এডিশন
৪। ইন্টারনেট সিকিউরিটি
আমি ব্যবহার করছি ইন্টারনেট সিকিউরিটি। BOSS জিনিস !!
অ্যাভাস্ট এর সাইট থেকে ট্রায়াল ভার্শন ডাউনলোড করে নিন।
এবার লাইসেন্স এর পালা !!
অ্যাভাস্ট এর ফ্রি এডিশনে ১ বছরের ফ্রি লাইসেন্স পাওয়া যায়। অ্যাভাস্ট এর সাইটে গেলেই বুঝবেন। আর যদি আপনি এক্কেবারে আজীবন লাইসেন্স চান (২০৩৮ সাল পর্যন্ত, আজীবন বললাম, কারণ ততদিন বাঁচব কিনা, সন্দেহ !!), তাহলে এখানে আসুন !!
এবার প্রফেশনাল আর বিজনেস এডিশনের পালা। এদের জন্য আজীবন লাইসেন্স দিতে পারলাম না বলে দুঃখিত !! তবে ৩০ আগস্ট, ২০১২ পর্যন্ত দিলাম। ১ বছর তো চালান, পরে আবার দিবো !! লাইসেন্স পেতে এদিকে আসুন !!
আর সবশেষে আছে BOSS এর লাইসেন্স ফাইল !! এটাও আজীবন না। তবে ১ বছরের চেয়ে একটু বেশি !! মাত্র দেড় বছর (১৬ ডিসেম্বর, ২০১২ পর্যন্ত) !! নিতে চাইলে এখানে ক্লিক করুন !!
অ্যান্টিভাইরাস সেটআপ দেয়ার এক পর্যায়ে লাইসেন্স ফাইল চাইবে। তখন ব্রাউজ করে এখানে দেয়া লাইসেন্স ফাইল দেখিয়ে দিবেন। আর যদি তা না করতে চান, তবে সেটআপ শেষ হবার পর লাইসেন্স ফাইলে ডাবল ক্লিক করে YES টিপলেই কাজ হয়ে যাবে। SUBSCRIPTION এ গিয়ে দেখুন, কাজ হয়েছে কিনা। তাও না হলে SUBSCRIPTION থেকে ব্রাউজ করে লাইসেন্স ফাইলটি দেখিয়ে দিন।
তাহলে এখন ডাউনলোড করুন আর ভাইরাস কে টা টা বাই বাই বলুন !!