Topic: AVAST অ্যান্টিভাইরাস নিয়ে যান !! এক্কেবারে ফ্রি !!

অ্যাভাস্ট একটি অত্যন্ত ভালো মানের অ্যান্টিভাইরাস। যারা এটি ব্যবহার করেছেন, তারা তো জানেনই। মায়ের কাছে মাসির গল্প করতে চাই না !! big grin

আর যারা এটি এখনও ব্যবহার করেন নাই, আমার সাজেশন থাকবে, একবার ব্যবহার করে দেখুন। প্রেমে পড়ে যাবেন !!  love struck

আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সব রকমের অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস (লাইসেন্স সহ) !! thumbs up
অ্যাভাস্ট ৪ রকমের আছে। যথাঃ
১। ফ্রি/হোম
২। প্রফেশনাল
৩। বিজনেস এডিশন
৪। ইন্টারনেট সিকিউরিটি

আমি ব্যবহার করছি ইন্টারনেট সিকিউরিটি। BOSS জিনিস !! dancing

অ্যাভাস্ট এর সাইট থেকে ট্রায়াল ভার্শন ডাউনলোড করে নিন। 
এবার লাইসেন্স এর পালা !!

অ্যাভাস্ট এর ফ্রি এডিশনে ১ বছরের ফ্রি লাইসেন্স পাওয়া যায়। অ্যাভাস্ট এর সাইটে গেলেই বুঝবেন। আর যদি আপনি এক্কেবারে আজীবন লাইসেন্স চান (২০৩৮ সাল পর্যন্ত, আজীবন বললাম, কারণ ততদিন বাঁচব কিনা, সন্দেহ !!), তাহলে এখানে আসুন !!

এবার প্রফেশনাল আর বিজনেস এডিশনের পালা। এদের জন্য আজীবন লাইসেন্স দিতে পারলাম না বলে দুঃখিত !! তবে ৩০ আগস্ট, ২০১২ পর্যন্ত দিলাম। ১ বছর তো চালান, পরে আবার দিবো !! লাইসেন্স পেতে এদিকে আসুন !!

আর সবশেষে আছে BOSS এর লাইসেন্স ফাইল !! এটাও আজীবন না। তবে ১ বছরের চেয়ে একটু বেশি !! মাত্র দেড় বছর (১৬ ডিসেম্বর, ২০১২ পর্যন্ত) !! নিতে চাইলে এখানে ক্লিক করুন !!

অ্যান্টিভাইরাস সেটআপ দেয়ার এক পর্যায়ে লাইসেন্স ফাইল চাইবে। তখন ব্রাউজ করে এখানে দেয়া লাইসেন্স ফাইল দেখিয়ে দিবেন। আর যদি তা না করতে চান, তবে সেটআপ শেষ হবার পর লাইসেন্স ফাইলে ডাবল ক্লিক করে YES টিপলেই কাজ হয়ে যাবে। SUBSCRIPTION এ  গিয়ে দেখুন, কাজ হয়েছে কিনা। তাও না হলে SUBSCRIPTION থেকে ব্রাউজ করে লাইসেন্স ফাইলটি দেখিয়ে দিন।

তাহলে এখন ডাউনলোড করুন আর ভাইরাস কে টা টা বাই বাই বলুন !!  wave



Re: AVAST অ্যান্টিভাইরাস নিয়ে যান !! এক্কেবারে ফ্রি !!

AVAST আসলেই বস! সন্দেহ নাই! তবে মাইক্রোসফ্ট সিকিউরিটি এসেনসিয়াল মাত্র 7 এমবি! Faster!!!

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: AVAST অ্যান্টিভাইরাস নিয়ে যান !! এক্কেবারে ফ্রি !!

sawontheboss4 wrote:

AVAST আসলেই বস! সন্দেহ নাই! তবে মাইক্রোসফ্ট সিকিউরিটি এসেনসিয়াল মাত্র 7 এমবি! Faster!!!

অ্যাভাস্ট ও পিসি স্লো করে না। বরং এর স্ক্যানিং পাওয়ার ভালো হওয়ায় ভাইরাসযুক্ত পিসি থেকে অনেক বেশি ভাইরাস ডিলিট করে পিসিকে আরও ফাস্ট করে। কিছুদিন আগে হোস্টেলে এক ভাইয়ের পিসিতে ভাইরাসের আখড়া হয়েছিল। অ্যাভাস্ট দেয়ার পর পিসি স্পিড ৫ গুণ বেড়ে গেছে। ভাই তো আমার উপর ম্যালা খুশি !! big grin



Re: AVAST অ্যান্টিভাইরাস নিয়ে যান !! এক্কেবারে ফ্রি !!

১৫ দিন পর দেখবো উউজ করে। ভালো লাগলে রেপু।