(edited by সুজন পাল 2011-06-23 05:02:42)

Topic: প্রেম-প্রসঙ্গ

কবে যে কীভাবে বড় হয়ে গেছি, বুঝিনি তো কিছুতেই,
দেহ-মনে এক পরিবর্তন এসেছে অজান্তেই।

আনমনা হয়ে কি যে সব ভাবি - আমিই তা বুঝি না,
মনের দরজা সর্বদা খোলা না রেখেও পারি না।

কখনো কখনো কি যে করে ফেলি, জানে না তো এই মন,
পরিতাপে ভুগি পরক্ষনেই – বিষিয়ে ওঠে জীবন।

কিশোর বয়স পার হয়ে এসে এসব সমস্যায়
জর্জরিত এ হৃদয় আমার – করি কী এখন হায়?

কাউকে এখন ভালো লাগে যেন স্বাভাবিক হতে বেশি,
মন চায় তাকে বলতে, “তোমাকে আমি বড় ভালবাসি”।

রূপ-যৌবন-গুণ-সম্পদ থাক বা না-থাক তার,
কেন যেন তারে ভালো লেগে যায় – সব খেলা বিধাতার।

প্রেমের ব্যাপারে এই কথাগুলো তবু আমি মেনে চলি,
প্রেমের প্রশ্ন এলেই আমার হৃদয়কে আমি বলি-

“ভালো লাগবেই, তাই বলে আগে বলোনাকো ভালবাসি,
দেখো ভালোলাগা পরের দিনেই হয়ে যায় কিনা বাসি।

দূর থেকে দেখো যুগ যুগ ধরে তার সব আচরণ,
বহুকাল পরে ভেবে দেখো, আজও তাকে চায় কিনা মন।

মনের মূল্য কম নয়, তাই যাকে তাকে দিও না,
মনের মানুষ খুঁজে নিতে কভু তাড়াতাড়ি করো না !!

(কবিতাটি ৪ বছর আগে লিখেছিলাম। আজ এতদিন পরে খুঁজে পেয়ে শেয়ার করলাম !)



Re: প্রেম-প্রসঙ্গ

ভালোবাসা=গুড হাউস।  tongue
সুন্দর অনুভুতি।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: প্রেম-প্রসঙ্গ

মনের ভাব প্রকাশই হল কবিতা। আর এটা প্রকাশ করে সুন্দর করে গুছিয়ে লিখলে হয়ে গেল।আর সেটা আপনিও পারেন তার প্রমান করলেন।আশা করি আরো এমন কবিতা আমাদের উপহার দেবেন।

শেষ বিকেল


Re: প্রেম-প্রসঙ্গ

my name is anwar hussain



Re: প্রেম-প্রসঙ্গ

It is a garden of flower and you are a black"VOMORE" attention please to enter the garden . there are many flower ,if you don't understand you will be cheated.As a result you will gone to dog . So to be conscious
(TUSHAR KANTI)