(edited by উপল BD 2010-04-26 16:47:42)

Topic: ফোরামে কিভাবে বাংলা লিখবেন। (গুগল বাংলা কি-বোর্ড )

গুগল বাংলা কি-বোর্ড দিয়ে খুব সহজেই আপনি ফোরামে লিখতে পারবেন। গুগল এর নিজস্ব বাংলা ফোনেটিক কিবোর্ড যা গুগল অক্ষরীকরণ ব্যবস্থা বা Google Transliteration System নামেও পরিচিত. আসুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই-

সুবিধা:
১. এর কিবোর্ড ম্যাপিং আরো বেশি ব্যবহারবান্ধব. আপনি যেই শব্দ যেভাবে উচ্চারণ করেন ঠিক সেভাবেই লিখলে গুগল তাকে আপনার কাঙ্খিত শব্দে পরিণত করে দিবে. তাতে আপনার লেখার গতি বেড়ে যাবে কয়েক গুন.
উদাহরণ: s+w+a+v+a+b+i+k = স্বাভাবিক (অভ্র)
s+h+a+v+a+b+i+k = স্বাভাবিক (গুগল)

২. উন্নত সাজেশন ব্যবস্থা. আপনার প্রতিটি অক্ষর লিখার সাথে সাথে গুগল তাদের ডাটাবেস থেকে সম্ভাব্য শব্দে লিস্ট দিবে. এতে করে আপনার বানান ভুলের সম্ভাবনা একেবারে কমে যাবে.
উদাহরণ: u+d+a+h+o+r+o+N = উদাহরণ (অভ্র)
u+d+a+h+o+r+o+n = উদাহরণ (গুগল, এখানে ‘উদাহরন‘ => ‘উদাহরণ‘ হয়ে গেছে)

৩. গুগল ঘন ঘন ব্যবহৃত শব্দগুলোকে বেশি প্রধান্য দেয়. এতে লেখা আরো সহজ হয়ে যায়.
উদাহরণ: আমি যদি একবার udarohon = উদাহরন লিখি তাহলে সে পরবর্তীবার udarohon = উদাহরণ সাজেস্ট না করে ‘উদাহরন‘ সাজেস্ট করবে।
ডাউনলোড করুন:-এখান থেকে
এই ওয়েব পেজে গিয়ে choose your IME language থেকে Bengali সিলেক্ট করুন।তারপর 32/64 bit সিলেক্ট করে ডাউনলোড দিন।
http://img37.imageshack.us/img37/9928/downloadgoogle.jpg

Uploaded with ImageShack.us

সূত্র:-এখানে

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: ফোরামে কিভাবে বাংলা লিখবেন। (গুগল বাংলা কি-বোর্ড )

উপলভাই ইনস্টল দেবার পর আরো কি সব হিজিবিজি গিজিবিজি কাজ করতে হয়। আমি ইনস্টল দেবার পর এক গাট্টি ইংরেজি লেখা পরে আর করি না। পারলে বাংলায় টিউটো দেন। জাতি উপকৃত হবে। নাহলে ডাউনলোড করে ইনস্টল করে জাতি হায়হুতাশ করা শুরু করবে কাজ করে না বলে।

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!


Re: ফোরামে কিভাবে বাংলা লিখবেন। (গুগল বাংলা কি-বোর্ড )

ভাই এইটা আসলে ফ্রেমওয়ার্ক। এটা ইনস্টল করার পর আসল সেটআপ নিজে থেকেই ডাউনলোড করে ইনস্টল করে নিবে(শুধু নেট কানেকশন দরকার)।আমার কাছে অবশ্য মাইক্রোসফটের বাংলা টুলই ভালো লাগে।তবে গুগলও খারাপ না। এর আউটলুকটা ভালো।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: ফোরামে কিভাবে বাংলা লিখবেন। (গুগল বাংলা কি-বোর্ড )

উপল BD wrote:

ভাই এইটা আসলে ফ্রেমওয়ার্ক। এটা ইনস্টল করার পর আসল সেটআপ নিজে থেকেই ডাউনলোড করে ইনস্টল করে নিবে(শুধু নেট কানেকশন দরকার)।আমার কাছে অবশ্য মাইক্রোসফটের বাংলা টুলই ভালো লাগে।তবে গুগলও খারাপ না। এর আউটলুকটা ভালো।

সেটাপ দেবার পরও ভাইজান আরো কাজ বাকি থেকে যায়, আমি তারই কথা বলছিলাম।

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!


Re: ফোরামে কিভাবে বাংলা লিখবেন। (গুগল বাংলা কি-বোর্ড )

দেখি সময় পাইলে দিমুনি। মেডিকেলে যদি না পড়তাম ......... তাইলে........ অনেক কিছুই করা যেত.....  :innocent:   :innocent:

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: ফোরামে কিভাবে বাংলা লিখবেন। (গুগল বাংলা কি-বোর্ড )

উপল BD wrote:

দেখি সময় পাইলে দিমুনি। মেডিকেলে যদি না পড়তাম ......... তাইলে........ অনেক কিছুই করা যেত.....  :innocent:   :innocent:

তখন আর কিছুই করা হতো না। আমার মতো........আকাইম্মা হইয়া যাইতেন :hyper:

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!


Re: ফোরামে কিভাবে বাংলা লিখবেন। (গুগল বাংলা কি-বোর্ড )

পলাশ মাহমুদ wrote:

আমার মতো........আকাইম্মা হইয়া যাইতেন


ছি কি  যে বলেন ভাই। আপনিতো মহাজনপ্রিয় ব্যক্তি।  :jump:

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: ফোরামে কিভাবে বাংলা লিখবেন। (গুগল বাংলা কি-বোর্ড )

উপল BD wrote:
পলাশ মাহমুদ wrote:

আমার মতো........আকাইম্মা হইয়া যাইতেন


ছি কি  যে বলেন ভাই। আপনিতো মহাজনপ্রিয় ব্যক্তি।  :jump:

পামের পরিমান বেশি হয়ে গেল............আজকে আর খাবার খেতে হবি না নে......... :jump:

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!


Re: ফোরামে কিভাবে বাংলা লিখবেন। (গুগল বাংলা কি-বোর্ড )

পলাশ মাহমুদ wrote:

পামের পরিমান বেশি হয়ে গেল............আজকে আর খাবার খেতে হবি না নে......... :jump:

:awesome:  :awesome:  :awesome:
উপল ইমুনই  :awesome:

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।