Topic: দেশীয় ল্যাপটপ দোয়েল !!

দোয়েল' ব্র্যান্ডের চার রকম দাম ও মানের ল্যাপটপ আগামী সপ্তাহ থেকেই উৎপাদনে যাচ্ছে টেলিফোন শিল্প সংস্থা (টেশিস)। সরকারি এই কোম্পানিটি মাসে ১০ হাজার ল্যাপটপ বাজারে দিতে পারবে। money eyes

প্রাথমিকভাবে বিভিন্ন দেশ থেকে খুচরা যন্ত্রাংশ এনে গাজীপুরের টঙ্গীতে টেশিস কারখানায় সংযোজনের মাধ্যমে ল্যাপটপ উৎপাদিত হবে। উৎপাদনের প্রক্রিয়ায় যেসব যন্ত্রপাতি দরকার তার সবই ইতিমধ্যে টেশিসে এসে পৌঁছেছে। প্রাথমিকভাবে ৩০ জুন এই উৎপাদন প্রক্রিয়া উদ্বোধনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎপাদনকাজ উদ্বোধন করবেন। তবে শেষ পর্যন্ত উদ্বোধনের আনুষ্ঠানিকতা এক-দুই দিন পেছাতে পারে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, টেশিস উৎপাদিত ল্যাপটপের ব্র্যান্ড নেম জাতীয় পাখি 'দোয়েল' নামে নির্বাচন করা হয়েছে। বিশ্বখ্যাত ল্যাপটপ ব্র্যান্ড 'ডেল' থেকে খানিকটা ঘুরিয়ে নতুন এই ব্র্যান্ড নেম নির্বাচন করা হয়।  laughing

এই ব্র্যান্ডের উৎপাদিত সর্বনিম্ন মূল্যের ল্যাপটপের দাম হবে একশ' ডলার। টাকার মূল্যে যা সাড়ে সাত হাজার টাকার কম হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মূলত তরুণ প্রজন্মের স্কুল পড়ূয়াদের কথা বিবেচনা করে এই দাম ও মানের ল্যাপটপ তৈরি করা হচ্ছে। ১০ ইঞ্চি সাইজের এই ল্যাপটপটির মেমোরি র‌্যাম হবে মাত্র ৫১২ মেগাবাইট। এতে ব্লু টুথ ব্যবহারের সুযোগ থাকবে না। worried  তবে থাকবে ওয়েব ক্যাম। happy  এর হার্ডডিস্ক হবে ১৬ গিগাবাইটের ফ্ল্যাশ। surprise  সে কারণে এর দামও অনেক কমে এসেছে। whew!

টেশিসের ল্যাপটপ প্রকল্পের এক শীর্ষ কর্মকর্তা জানান, স্কুল পড়ূয়া শিক্ষার্থীরা খুব সহজেই এটি ব্যবহার করে তাদের কাজগুলো( confused ) করতে পারবে। দুই ঘণ্টারও বেশি সময়ের ব্যাটারি ব্যাকআপের এই ল্যাপটপটির ওজন হবে মাত্র এক কেজি। ফলে সহজেই বহনযোগ্য হবে তা।

এ ছাড়াও আরও তিনটি দাম ও মানের ল্যাপটপ উৎপাদন করবে টেশিস। এগুলো দামের সঙ্গে সঙ্গে মানও প্রথমটির তুলনায় অনেক উন্নত হবে। এগুলোয় যেমন উচ্চ গতির ব্লু টুথ থাকবে; তেমনি থাকবে ওয়েব ক্যামসহ অধিক ক্ষমতাসম্পন্ন মেমোরি কার্ডও। টেশিস কর্মকর্তারা বলছেন, ২৩ হাজার টাকা দামের যে ল্যাপটপ তারা বাজারে দেবেন সেটি বিশ্ব বাজারের সঙ্গে প্রতিযোগিতায় নামার মতো গুণগত মানসম্পন্ন হবে। peace sign  তাছাড়া ইতিমধ্যে উইন্ডোজের কাছে আবেদন করা হয়েছে যাতে বিনে পয়সায় এটি টেশিস ল্যাপটপে ব্যবহার করা যায়। surprise

টেশিসকে ল্যাপটপের এই প্রকল্পে কারিগরি সহায়তা দিচ্ছে মালয়েশিয়ার টিএফটি টেকনোলজিস। গত বছর এই কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে কাজ শুরু করে সরকার। পরে কিছু আমলাতান্ত্রিক জটিলতা পেরিয়ে আলোর মুখ দেখতে যাচ্ছে টেশিস ল্যাপটপ। dancing

দোয়েল ব্র্যান্ডের এই ল্যাপটপ সম্পর্কে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু সমকালকে বলেন, এই কার্যক্রম ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সোপান তৈরি করবে। পর্যায়ক্রমে মোবাইল ফোনসেট এবং এরপর আরও অত্যাধুনিক প্রযুক্তিও দেশেই উৎপাদন করা সম্ভব হবে বলে নিজেদের পরিকল্পনার কথা জানান তিনি। not worthy

সূত্রঃ সমকাল

ভাবছি, এবার মোবাইল না কিনে একটা দোয়েল ল্যাপটপ কিনব !! waiting



Re: দেশীয় ল্যাপটপ দোয়েল !!

অনেক ধন্যবাদ......বিষয়টি জানানর জন্য।
applause



Re: দেশীয় ল্যাপটপ দোয়েল !!

ফোরাম এ লিখার সাথে কোনও ছবি বা screenshot যুক্ত করতে পারছিনা...... একটু সাহায্য করবেন ?????
sad  sad  sigh



Re: দেশীয় ল্যাপটপ দোয়েল !!

image link এ ক্লিক করে http://my.jetscreenshot.com/2862/m_20110626-rl03-7kb.jpg

ছবির ঠিকানা দিন। ছবির ঠিকানা হল এরকম:

http://chachatelier.fr/programmation/im … -image.jpg

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: দেশীয় ল্যাপটপ দোয়েল !!

যদি একশটা ল্যাপি বানায় তবে নেতাদের কাছেই সৌজন্যে কপি যাবে ৯০টা,আর আমরা ঢেউটিনের মত চাহিয়া চাহিয়া দেখিতে থাকিবো।  tongue

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: দেশীয় ল্যাপটপ দোয়েল !!

বাকি ১০ টা ডাস্টবিনে ফেলা হবে।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: দেশীয় ল্যাপটপ দোয়েল !!

এই লাপি কেনার চেয়ে মোবাইল কেনা ভালো। কিছুই তো নাই।



Re: দেশীয় ল্যাপটপ দোয়েল !!

Deb Jyoty Roy wrote:

এই লাপি কেনার চেয়ে মোবাইল কেনা ভালো। কিছুই তো নাই।

ipad 2 চাই....  day dreaming

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: দেশীয় ল্যাপটপ দোয়েল !!

দোয়েল ল্যাপটপ নিয়ে আমার ব্লগ এ সিরিজ আকারে পোস্ট করছি । ভাবছি এখানে configuration নিয়া আলাদা একটা পোস্ট দিব কিনা । এটি বাজারে আসতে আরও প্রায় 1 বছর লাগবে , কারণ প্রতি মাসে উত্পাদন ক্ষমতা 7 - 10 হাজার । অন্যান্য মন্ত্রণালয় এটি চায় , শিক্ষা মন্ত্রণালয়  চায় 1 লাখ । সরকারী কর্মচারীরা অগ্রাধিকার পাবে , সর্বোপরি কবে আসবে কেউ জানে না । তবে অক্টোবর এর 9 তারিখে উদ্বোধন হতে পারে ।

http://signatures.mylivesignature.com/54490/195/2C1D5ECC2B5514D8ABEEFA8F0D34B59B.png
http://feeds.feedburner.com/medinfo24/FcZw.4.gif


Re: দেশীয় ল্যাপটপ দোয়েল !!

shemul49rmc wrote:

এটি বাজারে আসতে আরও প্রায় 1 বছর লাগবে

হায় রে কপাল!! পাওয়া হইয়াও হইল না পাওয়া!



১১

Re: দেশীয় ল্যাপটপ দোয়েল !!

আমরা কি আর পাব?



১২

Re: দেশীয় ল্যাপটপ দোয়েল !!

dr.shamim wrote:

বাকি ১০ টা ডাস্টবিনে ফেলা হবে।

হা! হা! হা!  laughing  laughing  wave