Topic: ৪ - ০৪ - ২০১০ এ দুই ডাইনিং এ ফিষ্ট !!!
প্রতি বছরের মত এবার ও কাজী নুরন্নবী ছাত্রাবাসে এর দুই ডাইনিং এ ঐতিহ্যবাহী ফিষ্ট এর আয়োজন করা হয়েছে। এ জন্য ২৫ তারিখ এর মধ্যে পাওনা টাকা পরিশোধ করতে বলা হয়েছে। কত দিন পর এক একটা ফিষ্ট হয়, আর আমরা সবাই তীর্থের কাকের মত বসে থাকি। :cloud9:
উল্লেখ্য:
ডাইনিং এর ফিষ্ট এর তারিখ পিছিয়ে আগামী মাসের ৪ তারিখ করা হয়েছে।