(edited by sawontheboss4 2010-04-25 18:25:54)

Topic: ৪ - ০৪ - ২০১০ এ দুই ডাইনিং এ ফিষ্ট !!!

http://j.imagehost.org/0819/fist1_355_x_475.png

প্রতি বছরের মত এবার ও কাজী নুরন্নবী ছাত্রাবাসে এর দুই ডাইনিং এ ঐতিহ্যবাহী ফিষ্ট এর আয়োজন করা হয়েছে।  এ জন্য ২৫ তারিখ এর মধ্যে পাওনা টাকা পরিশোধ করতে বলা হয়েছে। কত দিন পর এক একটা ফিষ্ট হয়, আর আমরা সবাই তীর্থের কাকের মত বসে থাকি।  :cloud9:

উল্লেখ্য:
ডাইনিং এর ফিষ্ট এর তারিখ পিছিয়ে আগামী মাসের ৪ তারিখ করা হয়েছে।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: ৪ - ০৪ - ২০১০ এ দুই ডাইনিং এ ফিষ্ট !!!

ফিষ্ট এর সময় পরিবর্তন হল: ২৭ তারিখ থেকে ৪ তারিখে!  :optimist:

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: ৪ - ০৪ - ২০১০ এ দুই ডাইনিং এ ফিষ্ট !!!

আমি নাই ভাই  ??? :cheerful:   :cheerful:

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: ৪ - ০৪ - ২০১০ এ দুই ডাইনিং এ ফিষ্ট !!!

খাওয়া দাওয়া তো দুই দিন আগে থেকেই ছেড়ে দিয়েছি!!
দেখা যাক কতটুকু লোড করতে পারি...

সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্বরণে
আমার হৃদয় রেখে যেতে চাই, তাদের সৃতির চরণে


Re: ৪ - ০৪ - ২০১০ এ দুই ডাইনিং এ ফিষ্ট !!!

আমি কি জয়েন করতে পারুম নাকি :optimist:  :optimist: আগের মতো অবশ্য খাইতে পারি না, শরীরটা খারাপ sad

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!


Re: ৪ - ০৪ - ২০১০ এ দুই ডাইনিং এ ফিষ্ট !!!

আমরা তো মনে হয় সিট ই পাব না! গতবার 9 টার খাওয়া 11 টাই দিছে।  :rotfl:

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।