Topic: আয়াতুল কুরসী ও তাওহীদের প্রমাণ (ই-বুক)

সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম, আজ আপনাদের সামনে যে ই-বুকটি নিয়ে এলাম তার রচয়িতা শাইখ আব্দুর রায্‌যাক ইবন আব্দুল মুহসিন আল-বদর,অনুবাদ করেছেন : আবদুর রাকীব (মাদানী) ও সম্পাদনায় ছিলেন : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া। বইটিতে আয়াতুল কুরসি’র ফজিলত ও তাওহীদের প্রমাণ সমূহ বিবৃত হয়েছে। আশাকরি বইটি আপনাদের কাজে লাগবে।

বইটি সম্পর্কে ধারনা পাওয়ার জন্য বইটির ভূমিকাটি আপনাদের জন্য তুলে দিলাম।

সমস্ত প্রশংসা সুউচ্চ সুমহান এবং একচ্ছত্র উচ্চতার অধিকারী আল্লাহর জন্য যিনি, মহত্ব, মহিমা এবং অহংকারের মালিক। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, এক আল্লাহ ব্যতীত কোন সত্য উপাস্য নেই। তাঁর কোন শরীক নেই। পূর্ণাঙ্গ বিশেষণসমূহে তিনি একক। এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, অবশ্যই মুহাম্মদ তাঁর বান্দা এবং রাসূল। তাঁর উপর এবং তাঁর সহচরবৃন্দ ও পরিবার পরিজনের প্রতি বর্ষিত হউক দরূদ-রহমত এবং শান্তি।

    অতপর: কুরআন মজীদের সর্বমহান আয়াত ‘আয়াতুল কুরসী’ এবং তাতে উল্লেখিত মহৎ, স্পষ্ট এবং উজ্জ্বল দলীল প্রমাণসমূহের সম্পর্কে এটি একটি সংক্ষিপ্ত পুস্তিকা ও আলোচনা যা, মহত্ত্ব, বড়ত্ব এবং পূর্ণতার ব্যাপারে মহান আল্লাহর একত্বের প্রমাণ বহন করে এবং বর্ণনা করে যে, তিনি আল্লাহ পবিত্র। তিনি ছাড়া কোন প্রতিপালক নেই। নেই কোন সত্য উপাস্য। তাঁর নাম বরকত পূর্ণ। মহান তাঁর মহিমা। তিনি ছাড়া নেই কোন মা‘বুদ।

    আল্লাহ তা‘আলা বলেন: (আল্লাহ, তিনি ব্যতীত অন্য কোন উপাস্য নেই, তিনি চিরঞ্জীব ও সর্বদা রক্ষণাবেক্ষণকারী, তন্দ্রা ও ঘুম তাঁকে স্পর্শ করে না, আকাশসমূহে ও যমীনে যা কিছু আছে সবই তারই; এমন কে আছে যে তাঁর অনুমতি ব্যতীত তাঁর নিকট সুপারিশ করতে পারে? তাদের সামনের ও পেছনের সবকিছুর ব্যাপারে তিনি অবগত। তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোন কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি আছে এবং এসবের সংরক্ষণে তাঁকে বিব্রত হতে হয় না এবং তিনি সমুন্নত মহীয়ান।) [আল বাকারাহ/২৫৫]

ডাউনলোড করার জন্য নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন।

http://i.imgur.com/g04HO.jpg

http://www.rongmohol.com/uploads/1805_prochesta_logo.gif

http://www.obosor.com/banner_468.gif