Topic: সাইনুসাইটিস হলে

http://www.dailykalerkantho.com/admin/news_images/507/thumbnails/image_507_150193.jpg


                   
                          ক্রনিক সাইনুসাইটিস একটি দীর্ঘমেয়াদি রোগ বা প্রদাহ। নাকের চারপাশে অস্থিগুলোতে বার্তাসপূর্ণ কুঠুরি থাকে, যাদের সাইনাস বলা হয়। সাইনুসাইটিস হলো ওই সাইনাসগুলোর ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন।
প্রদাহের কারণ
সাইনাসগুলোর প্রদাহের মধ্যে ম্যাঙ্লিারি সাইনাসের প্রদাহ সবচেয়ে বেশি হয়। একিউট সাইনুসাইটিস এবং শ্বাসনালির ওপরের অংশের ইনফেকশন থেকে অ্যালার্জি, অপুষ্টি, স্যাঁতসেঁতে পরিবেশ ও দাঁতের রোগ থেকে এটি হতে পারে। তবে বেশির ভাগ সাইনাসের প্রদাহ নাকের ইনফেকশন থেকে হয়।
লক্ষণ
নাকের পাশে অনবরত ব্যথা, সকালে ঘুম থেকে ওঠার পর মাথাব্যথাও থাকতে পারে।
সব সময় নাক বন্ধ থাকে।
কোনো স্বাদ ও ঘ্রাণ বুঝতে অসুবিধা হয়।
বির্মষতা, অস্থিরতা এবং অনীহা দেখা দেয়।
মাঝেমধ্যে জ্বর আসে। মিউকোসার আবরণ পাতলা হয়ে যায়।
চিকিৎসা
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে। এ ছাড়া ধুলাবালি এড়িয়ে চলতে হবে। ধূমপান থেকে বিরত থাকতে হবে। দাঁতের ক্ষয় এবং অন্যান্য রোগের চিকিৎসা করাতে হবে। ব্যথা থাকলে ব্যথানাশক ওষুধ খাওয়া যেতে পারে।
ওষুধে ভালো না হলে, সাইনাস ওয়াশ করতে হবে। অনেকের ভুল ধারণা আছে, একবার সাইনাস ওয়াশ করলে বারবার করতে হয়। ধারণাটা ঠিক নয়। ব্যাকটেরিয়াজনিত সাইনুসাইটিস ওয়াশ করে উপযুক্ত মাত্রা এবং নিয়মে অ্যান্টিবায়োটিক খেলে রোগী সম্পূর্ণ ভালো হয়। বর্তমানে সাইনাস রোগের চিকিৎসায় অ্যান্ডোসকোপিক সাইনাস সার্জারি করা হয়। বাংলাদেশের বড় বড় হাসপাতাল এবং মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়মিত অ্যান্ডোসকোপিক সাইনাস সার্জারি হচ্ছে।

অধ্যাপক (ডা.) এম আলমগীর চৌধুরী
মেডিক্যাল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল, উত্তরা
                                    সূত্র