Topic: আপনার কম্পিউটার এর Speed বাড়ানোর ছোট কিন্তু খুবই কাজের একটা পদ্ধতি

155277 159648667412926 100001033810223 299390 1037397 n আপনার কম্পিউটার এর Speed বাড়ানোর ছোট কিন্তু খুবই কাজের একটা পদ্ধতি | সবাইকে ছালাম জানিয়ে শুরু করছি। এটা আমার প্রথম টিউন। এখনও ভালভাবে টিউন করা  শিখে উঠতে পারিনি তাই ভুল হলে ক্ষমা করবেন। ভবিষ্যতে আর নতুন কিছু দেয়ার চেষ্টা করবো।

আসুন শুরু করি।

১)প্রথমে Start menu > All Programs > Accessories > Notepad- Open করে mystring= (80000000) লিখে
ফাইলটি ram.vbe নামে Desktop এ সেভ করুন । (আন্য কোন নাম ব্যাবহার করবেন না)

২)এবার Start menu >Run এ regedit লিখে Enter চাপুন । এখন রেজিস্ট্রি এডিটর এর বাম পাশের HKEY_CURRENT_USER > Control PanelDesktop-এ Single ক্লিক করুন ।

৩)এবার ডান পাশে Desktopএর Registry গুলো দখেত পাবেন সেখান থেকে MenushowDelay খুজে বের করে নিন এবং ডাবল ক্লিক করুন ।

৪) এবার এর String Editor আসেব। এখানে ভেলু যাই দেয়া থাক না কেন আপনি “0” দিয়ে OK করুন ।

৫) এবার ফাইল মেনুতে গিয়ে Exit প্রেস করুন এবং কম্পিউটার রিস্টার্ট করুন।

৬) এবার কম্পিউটার চালু হলে Desktop এ থাকা ram.vbe ফাইলটি তে Double Click করুন এবং আপনার কম্পিউটার এর Speed এর পরিবর্তন লক্ষ করুন।এরপরে আপনার সুবিধার জন্য Desktop এ থাকা ram.vbe ফাইলটি cut করে Start menu > All Programs > startup এ Right ক্লিক করে Open করে (startup ফোল্ডারে) pest করুন।
এবং সুবিধার জন্য Hidden করে দিতে পারেন ইচ্ছা করলে।না করলেও ক্ষতি নাই।

এখন আপনার কম্পিউটার এর Speed এর পরিবর্তন লক্ষ করুন। আপনাদের ভাল লাগলে উৎসাহিত করতে ভুলবেন না আশা করি। সবাইকে ধন্যবাদ।



Re: আপনার কম্পিউটার এর Speed বাড়ানোর ছোট কিন্তু খুবই কাজের একটা পদ্ধতি

কোথায় যেন দেখলাম সংখ্যা notepad এ লিখেই C ড্রাইভ ফরমেট করা যায় ।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: আপনার কম্পিউটার এর Speed বাড়ানোর ছোট কিন্তু খুবই কাজের একটা পদ্ধতি

হুমম,অনেকেরই উপকারে আসবে।তবে পিসিতে জাঙ্ক ফাইল জমতে না দিলে এবং ফ্র্যাগমেণ্টেড ফাইল না থাকলে পিসি অনেক ফাস্ট থাকে।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: আপনার কম্পিউটার এর Speed বাড়ানোর ছোট কিন্তু খুবই কাজের একটা পদ্ধতি

এটা কী আপনার পোস্ট?

যদি না হয়, তাহলে পরবর্তীতে সুত্র উল্লেখ এ ভুল করবেন না।    shame on you

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: আপনার কম্পিউটার এর Speed বাড়ানোর ছোট কিন্তু খুবই কাজের একটা পদ্ধতি

faroque wrote:

155277 159648667412926 100001033810223 299390 1037397 n

এটা কী ? আমার মনে হয় ইমেজ এর লিঙ্ক এর অংশ ।

faroque wrote:

এটা আমার প্রথম টিউন। এখনও ভালভাবে টিউন করা  শিখে উঠতে পারিনি


টিউন টুকু বাদ দিয়ে আরেকটু এডিট করে লিখলে ভালো হতো । ধন্যবাদ ।

আশা করি ফোরাম এ নিয়মিত এরকম সুন্দর পোস্ট দিবেন

http://signatures.mylivesignature.com/54490/195/2C1D5ECC2B5514D8ABEEFA8F0D34B59B.png
http://feeds.feedburner.com/medinfo24/FcZw.4.gif