Topic: স্ক্রীনশট নেওয়ার সহজ পদ্ধতি।

ফোরামে বিভিন্ন বিষয় সহজভাবে দেখানোর জন্য অনেক সময়ই স্ক্রীনসট নেওয়ার প্রয়োজন পড়ে।এজন্য স্ক্রী জেনশট একটি কার্যকরী সফটওয়্যার।এজন্য আপনাকে প্রথমে নিচের লিংকে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে।এটি অটোমেটিক ডাউনলোড লিংক,জাস্ট ক্লিক করলেই হবে।

http://www.jetscreenshot.com/jetScreenshot-setup.exe

ডাউনলোড করার পর আপনাকে ইন্সটল করতে হবে।খেয়াল রাখবেন ডেস্কটপে যেনো শর্টকার্ট আইকন থাকে।এরপর যেকোন কিছুর স্ক্রীনশট নেওয়ার জন্য কী-বোর্ডের  Print Screen/SysRq বাটনটি ক্লিক করবেন।

http://j.imagehost.org/0841/keybord.jpg

এরপর একটি মার্জিন আসবে।মাউসে লেফট ক্লিক করে আপনার যতটুকু অংশ কাটার দরকার সেই অংশটুকু জাস্ট কাটলেই একটি Toolbar দেখাবে।এরপর টুলবারের নিচের দিকে Share in web নামে একটি লেখা দেখতে পাবেন।এখানে ক্লিক করে আপনি সহজেই জেটস্ক্রীনশট এর নিজস্ব ওয়েবসাইট থেকে স্ক্রীনশটির ফোরাম লিংক পেয়ে যাবেন।এছাড়া আপনি Share in web এর পাশে একটি Down click button  দেখতে পাবেন।এখানে ক্লিক করে আপনি স্ক্রীনশটি যেকোনো ফোল্ডারে সেভ করতে পারবেন।এরপর সেখান থেকে এটি ইচ্ছা করলে www.imagehost.org অথবা www.imageshack.org ওয়েবসাইটের মাধ্যমে ফোরামে স্ক্রীনশটি আপলোড করতে পারবেন।
এর আর একটি সুবিধা হচ্ছে জেটস্ক্রীনশটের মাধ্যমে আপনি গোল,চতুর্ভুজাকার,অ্যারো চিহ্নের সাহায্যে লাল,নীল অথবা সবুজ রং এর মাধ্যমে স্ক্রীনশটির যেকোনো জায়গা হাইলাইট করতে পারবেন।ধন্যবাদ।
big grin    big grin    big grin    big grin    big grin     big grin    big grin    big grin    big grin

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: স্ক্রীনশট নেওয়ার সহজ পদ্ধতি।

আমি তো ইন্সটল করলাম, আসছিলো কিন্তু রিস্টার্ট করার পর থেকে তস্কবার এ আসছে না! যন্ত্রণা তে আছি॥

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: স্ক্রীনশট নেওয়ার সহজ পদ্ধতি।

জটিল পোস্ট ..... ধন্যবাদ।।।

ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে,
অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে।


Re: স্ক্রীনশট নেওয়ার সহজ পদ্ধতি।

কোন সফটোয়্যারেরই দরকার নাই। উইন্ডোজ সেভেন এবং ভিস্তাতে স্ন্যাপিং টুল বিল্ড-ইন ই থাকে। বিস্তারিত http://ronyiut.wordpress.com/2010/03/29 … ows-vista/ এখানে দেখুন।

------------------------------------------
শ্রাবণ দিনে মনের কোনে শ্রাবনীই খেলে যায়
শ্রাবণ দিনে শ্রাবনীই চিনে শ্রাবণের অন্তরায়।


Re: স্ক্রীনশট নেওয়ার সহজ পদ্ধতি।

জেট স্ক্রীন এর সুবিধা হল সরাসরি আপলোড করে ফোরাম এর আপলোড লিংক পাওয়া জায়, স্নাপ টূল এ তো এইসিবিধা দেখছি না। তবে স্নাপ টূল ইন্টারনেট না থাকলে অনেক কাজের

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: স্ক্রীনশট নেওয়ার সহজ পদ্ধতি।

sawontheboss4 wrote:

জেট স্ক্রীন এর সুবিধা হল সরাসরি আপলোড করে ফোরাম এর আপলোড লিংক পাওয়া জায়, স্নাপ টূল এ তো এইসিবিধা দেখছি না। তবে স্নাপ টূল ইন্টারনেট না থাকলে অনেক কাজের

সহমত।এই জন্যই এটা ব্যবহার করি।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: স্ক্রীনশট নেওয়ার সহজ পদ্ধতি।

ভালো



Re: স্ক্রীনশট নেওয়ার সহজ পদ্ধতি।

দারুন কাজের পোস্ট । আমি অবশ্য picpic ব্যবহার করি, ধন্যবাদ।

http://www.rongmohol.com/uploads/1805_prochesta_logo.gif

http://www.obosor.com/banner_468.gif