Topic: Core player install করতে পারছিনা in my nokia 6120 classic.

Install করতে গেলেই দেখাচ্ছে certificate error!! কেউ সাহায্য করতে পারেন কি??



Re: Core player install করতে পারছিনা in my nokia 6120 classic.

এর খুব ভাল সমাধান আছে!

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: Core player install করতে পারছিনা in my nokia 6120 classic.

মোবাইলে কিছু সফটয়্যার ইন্সটল করার সময় দেখা যায় "Certificate error, Certificate Expired, Constrained by certificate" এ জাতীয় মেসেজ দেখায়। এ ধরনের সমস্যার কারণে অনেক সফটয়্যার কম্প্যাবলিটি থাকা সত্বেও ব্যবহার করা যায়না। মূলতঃ Unsigned সফটয়্যার গুলোতেই এধরনের সমস্যা হয়।
সার্টিফিকেট দিয়ে এসব unsigned সফটয়্যার গুলোকে sign করিয়ে নিয়ে সহজেই আপনার মোবাইলে এগুলোকে ইন্সটল করে ব্যবহার করতে পারেন। আসুন দেখি কিভাবে সেটা করতে হবে -
১। OPDA ওয়েবসাইটে যান। লিঙ্ক এখানে
২। সেখানে Register করে নিন।
৩। নিবন্ধন সম্পন্ন করে লগিন করুন।
৪। Apply Cer. বোতামে ক্লিক করুন।
৫। পরের পেজে গিয়ে আপনার মোবাইলের মডেল নাম্বার এবং IMEI নাম্বার দিন। (মোবাইলে *#০৬# চেপে IMEI বের করুন)
৬। সবকিছু ঠিকঠাক করে Submit বাটন চপুন।
৭। আপনার রিকোয়েস্ট গ্রহন করা হয়েছে। সার্টিফিকেট পেতে আপনাকে অপেক্ষা করতে হবে অন্তত ১২ ঘণ্টা।
৮। ১২ ঘন্টা পর আবার OPDA সাইটে লগিন করুন। দেখবেন আপনার সার্টিফিকেট তৈরি!
৯। সেখান থেকে আপনার .cer এবং .key ডাউনলোড করে নিন। এগুলো আপনার মোবাইলের জন্যে ইউনিক।
১০। এখান থেকে এই সফটয়্যার গুলোও ডাউনলোড করে নিন।
    => Binpda Signer.Exe(463KB)
    => HelloOX 2.03 + Rom Patcher.sisx
১১। Binpda Signer.exe পিসি থেকে খুলুন।
১২। Sis File: এখানে Hello Ox সিলেক্ট করেন। Cer file: এখানে আপনার OPDA .cer এবং Key file: এখানে আপনার OPDA .key সিলেক্ট করেন।
১৩। Password For Key file যেমনটি আছে তেমন থাকতে দিন। মানে ০০০০০।
১৪। Sign This Sis বোতামটী চিপুন।
১৫। Hello Ox Sign সম্পন্ন হয়েছে। এখন ফাইলটি আপনার মোবাইলে PC Suite বা OVI Suite দিয়ে ইন্সটল করে নিন।
১৬। ব্যাস! এখন সব কাজ আপনার মোবাইলেই। মোবাইলের Application ফোল্ডার থেকে HelloOX সফটয়্যারটি খুলুন।
১৭। এধরনের একটি মেসেজ দেখাবে - Do you wanna hack your phone?
১৮। Yes চাপেন। দেখবেন কত গুলো মেসেজ দেখাচ্ছে। Mapping Drives, Installing Root Certs, Installing Rom Patcher, Unmapping Drives.
১৯। কাজ শেষ। এখন আপনার ফোনে সব ধরণের কম্প্যাটিবল সফটয়্যার সফটয়্যার জনীত সমস্যা ছাড়া ইন্সটল করা যাবে।
২০। ফোন আবার আনহ্যাক করতে হ্যালো অক্স সফটয়্যারটি আবার রান করান।
নিচের ফোন গুলোর জন্যে প্রযোজ্যঃ
s60v3:-
# Nokia 5700 XpressMusic
# Nokia 6110 Navigator
# Nokia 6120 classic
# Nokia 6121 classic
# Nokia 6124 classic
# Nokia 6290
# Nokia E51
# Nokia E63
# Nokia E66
# Nokia E71
# Nokia E90 Communicator
# Nokia N76
# Nokia N81
# Nokia N81 8GB
# Nokia N82
# Nokia N95
# Nokia N95 8GB
# Samsung SGH-G810
    * Nokia 5320 XpressMusic
    * Nokia 5630 XpressMusic
    * Nokia 5730 XpressMusic
    * Nokia 6210 Navigator
    * Nokia 6220 classic
    * Nokia 6650 fold
    * Nokia 6710 Navigator
    * Nokia 6720 classic
    * Nokia 6730 classic
    * Nokia 6760 slide
    * Nokia 6790 Surge
    * Nokia E52
    * Nokia E55
    * Nokia E71x
    * Nokia E72
    * Nokia E75
    * Nokia N78
    * Nokia N79
    * Nokia N85
    * Nokia N86 8MP
    * Nokia N96
    * Samsung GT-i8510 (INNOV8)
    * Samsung GT-I7110
    * Samsung SGH-L870
s60v5:-
    * Nokia 5800 XpressMusic
    * Nokia 5800 Navigation Edition
    * Nokia 5530 XpressMusic
    * Nokia 5230
    * Nokia N97
    * Nokia N97 mini
    * Nokia X6
    * Samsung i8910 Omnia HD[7]
    * Sony Ericsson Satio

পুরো লেখাটি acidage ভাই রংমহল ফোরামে দিয়েছিলেন, তার অনুমতি নিয়ে এখানে দিলাম।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: Core player install করতে পারছিনা in my nokia 6120 classic.

http://www.mediafire.com/?d9sn9knb2z2yi
এখান থেকে ডাউনলোড করে চালানো যায় নাকি দেখেন তো।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: Core player install করতে পারছিনা in my nokia 6120 classic.

উপল BD wrote:

http://www.mediafire.com/?d9sn9knb2z2yi
এখান থেকে ডাউনলোড করে চালানো যায় নাকি দেখেন তো।

Sorry brother..কোনো লাভ হলো না !



Re: Core player install করতে পারছিনা in my nokia 6120 classic.

দেখি Try করে...Process তো অনেক লম্বা মনে হচ্ছে!তাও যদি হয়....



Re: Core player install করতে পারছিনা in my nokia 6120 classic.

বিশাল ...............................

http://signatures.mylivesignature.com/54490/195/2C1D5ECC2B5514D8ABEEFA8F0D34B59B.png
http://feeds.feedburner.com/medinfo24/FcZw.4.gif


Re: Core player install করতে পারছিনা in my nokia 6120 classic.

sawontheboss4 wrote:

মোবাইলে কিছু সফটয়্যার ইন্সটল করার সময় দেখা যায় "Certificate error, Certificate Expired, Constrained by certificate" এ জাতীয় মেসেজ দেখায়। এ ধরনের সমস্যার কারণে অনেক সফটয়্যার কম্প্যাবলিটি থাকা সত্বেও ব্যবহার করা যায়না। মূলতঃ Unsigned সফটয়্যার গুলোতেই এধরনের সমস্যা হয়।
সার্টিফিকেট দিয়ে এসব unsigned সফটয়্যার গুলোকে sign করিয়ে নিয়ে সহজেই আপনার মোবাইলে এগুলোকে ইন্সটল করে ব্যবহার করতে পারেন। আসুন দেখি কিভাবে সেটা করতে হবে -
১। OPDA ওয়েবসাইটে যান। লিঙ্ক এখানে
২। সেখানে Register করে নিন।
৩। নিবন্ধন সম্পন্ন করে লগিন করুন।
৪। Apply Cer. বোতামে ক্লিক করুন।
৫। পরের পেজে গিয়ে আপনার মোবাইলের মডেল নাম্বার এবং IMEI নাম্বার দিন। (মোবাইলে *#০৬# চেপে IMEI বের করুন)
৬। সবকিছু ঠিকঠাক করে Submit বাটন চপুন।
৭। আপনার রিকোয়েস্ট গ্রহন করা হয়েছে। সার্টিফিকেট পেতে আপনাকে অপেক্ষা করতে হবে অন্তত ১২ ঘণ্টা।
৮। ১২ ঘন্টা পর আবার OPDA সাইটে লগিন করুন। দেখবেন আপনার সার্টিফিকেট তৈরি!
৯। সেখান থেকে আপনার .cer এবং .key ডাউনলোড করে নিন। এগুলো আপনার মোবাইলের জন্যে ইউনিক।
১০। এখান থেকে এই সফটয়্যার গুলোও ডাউনলোড করে নিন।
    => Binpda Signer.Exe(463KB)
    => HelloOX 2.03 + Rom Patcher.sisx
১১। Binpda Signer.exe পিসি থেকে খুলুন।
১২। Sis File: এখানে Hello Ox সিলেক্ট করেন। Cer file: এখানে আপনার OPDA .cer এবং Key file: এখানে আপনার OPDA .key সিলেক্ট করেন।
১৩। Password For Key file যেমনটি আছে তেমন থাকতে দিন। মানে ০০০০০।
১৪। Sign This Sis বোতামটী চিপুন।
১৫। Hello Ox Sign সম্পন্ন হয়েছে। এখন ফাইলটি আপনার মোবাইলে PC Suite বা OVI Suite দিয়ে ইন্সটল করে নিন।
১৬। ব্যাস! এখন সব কাজ আপনার মোবাইলেই। মোবাইলের Application ফোল্ডার থেকে HelloOX সফটয়্যারটি খুলুন।
১৭। এধরনের একটি মেসেজ দেখাবে - Do you wanna hack your phone?
১৮। Yes চাপেন। দেখবেন কত গুলো মেসেজ দেখাচ্ছে। Mapping Drives, Installing Root Certs, Installing Rom Patcher, Unmapping Drives.
১৯। কাজ শেষ। এখন আপনার ফোনে সব ধরণের কম্প্যাটিবল সফটয়্যার সফটয়্যার জনীত সমস্যা ছাড়া ইন্সটল করা যাবে।
২০। ফোন আবার আনহ্যাক করতে হ্যালো অক্স সফটয়্যারটি আবার রান করান।
নিচের ফোন গুলোর জন্যে প্রযোজ্যঃ
s60v3:-
# Nokia 5700 XpressMusic
# Nokia 6110 Navigator
# Nokia 6120 classic
# Nokia 6121 classic
# Nokia 6124 classic
# Nokia 6290
# Nokia E51
# Nokia E63
# Nokia E66
# Nokia E71
# Nokia E90 Communicator
# Nokia N76
# Nokia N81
# Nokia N81 8GB
# Nokia N82
# Nokia N95
# Nokia N95 8GB
# Samsung SGH-G810
    * Nokia 5320 XpressMusic
    * Nokia 5630 XpressMusic
    * Nokia 5730 XpressMusic
    * Nokia 6210 Navigator
    * Nokia 6220 classic
    * Nokia 6650 fold
    * Nokia 6710 Navigator
    * Nokia 6720 classic
    * Nokia 6730 classic
    * Nokia 6760 slide
    * Nokia 6790 Surge
    * Nokia E52
    * Nokia E55
    * Nokia E71x
    * Nokia E72
    * Nokia E75
    * Nokia N78
    * Nokia N79
    * Nokia N85
    * Nokia N86 8MP
    * Nokia N96
    * Samsung GT-i8510 (INNOV8)
    * Samsung GT-I7110
    * Samsung SGH-L870
s60v5:-
    * Nokia 5800 XpressMusic
    * Nokia 5800 Navigation Edition
    * Nokia 5530 XpressMusic
    * Nokia 5230
    * Nokia N97
    * Nokia N97 mini
    * Nokia X6
    * Samsung i8910 Omnia HD[7]
    * Sony Ericsson Satio

পুরো লেখাটি acidage ভাই রংমহল ফোরামে দিয়েছিলেন, তার অনুমতি নিয়ে এখানে দিলাম।

অবশেষে মোবাইল হ্যাক করতে পেরেছি।অসংখ্য ধন্যবাদ।কিন্তু এখনো core player install হচ্ছে ন!



Re: Core player install করতে পারছিনা in my nokia 6120 classic.

তাহলে Core player এ ঝামেলা!

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।