Topic: দুঃখময় স্বাধীনতা

কে বলেছে আমি স্বাধীন?
হয়তো পেয়েছি একটা জাতি নবীন,
তবুও বলি আমি নই স্বাধীন।

আজ আমার বুকে জ্বলে ওঠে আগুন-
কেন আমার সন্তানের বুকে জেগে ওঠে
        দাবা-দাহ জ্বালা ফাগুন?

বলতে পারো, সেদিন কেন দিল তারা প্রাণ?
আজ তাদের ঘরে নেই এক মুঠো ত্রাণ;

কেন আমার সন্তান থাকে অনাহারী,
স্বর্থ লোভী মানুষগুলোর হচ্ছে-
              পকেট ভারী।

শিক্ষাঙ্গনে এখনও কেন জ্বলে অগ্নি;
এই স্বাধীনতা চাইনি-
     কখনো কোন ভগ্নি।

এখনও কেন মায়ের চোখে ঝরে জল;
চুপ করে কেন?
     পারলে কিছু বল।

স্বাধীনতা এখন আমার কাছে শুধুই গল্প;
সম্ভাবনার দিনগুলি কেন জানি-
       হচ্ছে শুধুই অল্প।



Re: দুঃখময় স্বাধীনতা

অনেক সুন্দর কবিতা। আসলে আজকে দেশের যে পরিস্থিতি এরকম পরিস্থিতি দেখলে কে বলবে যে আমরাই নয় মাস যুদ্ধ করে দেশ কে শত্রু মুক্ত করেছি।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: দুঃখময় স্বাধীনতা

sawontheboss4 wrote:

অনেক সুন্দর কবিতা। আসলে আজকে দেশের যে পরিস্থিতি এরকম পরিস্থিতি দেখলে কে বলবে যে আমরাই নয় মাস যুদ্ধ করে দেশ কে শত্রু মুক্ত করেছি।

হ্যাঁ ঠিকই বলেছেন।
সেজন্যই এই লেখা;
স্বাধীনতা উপলক্ষে সকলে গৌরব আর সম্ভাবনাময় কবিতা লেখে কিন্তু আজ আমি তার বিপরীত
সাওন ভাই ধন্যবাদ আপনাকে



Re: দুঃখময় স্বাধীনতা

এমন বাস্তবধর্মী কবিতা লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।  applause



Re: দুঃখময় স্বাধীনতা

godhuli wrote:

এমন বাস্তবধর্মী কবিতা লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।  applause

স্বাগতম