Topic: সহজেই ওয়েব হিস্টোরি মোছা

মজিলা ব্রাউজার ব্যবহার করে আপনি যখনই কোনো ওয়েবসাইটে প্রবেশ করেন না কেন, ব্রাউজারের ওয়েব হিস্টোরিতে সেই তথ্য সংরক্ষণ করা হয়। আপনি যদি ব্রাউজ করা ওয়েবসাইটের ঠিকানা সংরক্ষণ করতে না চান, তবে খুব সহজেই মুছে ফেলতে পারেন ওই ওয়েব হিস্টোরি। এ জন্য মজিলা ব্রাউজার চালু করে Ctrl+Shift+Del চাপুন। এবার ড্রপডাউন মেন্যু থেকে Everything-এ নির্দিষ্ট করে Clear No বক্সে ক্লিক করলেই আগের সব ওয়েবসাইটের তথ্য মুছে যাবে।

http://my.jetscreenshot.com/2862/m_20110322-c2wz-18kb.jpg

সংগৃহীত

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: সহজেই ওয়েব হিস্টোরি মোছা

উইন্ডজ জখন চালাই তখন বেশি লাগে। বিশেস করে ,আইডিএম দিয়ে ডাউনলোড এর খেত্রে।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books