(edited by shemul49rmc 2011-03-20 02:18:17)

Topic: জাস্ট সরি: বললেন সাকিব, আপনার মতামত কী ?

http://paloadmin.prothom-aloblog.com:8088/resize/maxDim/340x1000/img/uploads/media/2011-03-19-10-52-46-088926400-new.jpg
আশায় বুক বেঁধেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যাবেন সাকিব আল হাসানরা। উত্সবে মেতে উঠবে গোটা দেশ। কিন্তু উত্সবে মেতে ওঠা দূরে থাক, সমর্থকদের চোখে-মুখে এখন কেবলই বিষাদের ছায়া। স্বপ্নভঙ্গের বেদনার সঙ্গে ক্রিকেটাররা যে দিলেন ৭৮ রানে অলআউট হওয়ার গ্লানি!
দক্ষিণ আফ্রিকার কাছে হার অনাকাঙ্ক্ষিত কিছু নয়। বাংলাদেশ লড়াই করে হারলেও প্রাপ্তির খাতায় কিছু একটা থাকত। এক দিন আগেও তো বাংলাদেশের অধিনায়ক ভালো করার প্রতিশ্রুতি দিলেন। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং প্রতিটি দিকেই ক্রিকেটারদের জ্বলে ওঠার আহ্বান জানালেন। অথচ আরেকটা গ্লানিকর ম্যাচ দেখতে হলো সমর্থকদের। সমর্থকদের উদ্দেশে কি বলবেন বাংলাদেশের অধিনায়ক? ম্যাচ-পরবর্তী পুরস্কার প্রদান অনুষ্ঠানে সঞ্জয় মাঞ্জরেকারের এই প্রশ্নে সাকিবের জবাব, জাস্ট সরি!
কিন্তু কেন এমন হলো? চট্টগ্রামে ইংল্যান্ড ও হল্যান্ডকে হারিয়ে মনোবল চাঙা থাকা একটা দলের মিরপুরে এমন করুণ পরিণতি! কারণ খুঁজে পাচ্ছেন না সাকিবও, ‘আমাদেরকে পিছু ফিরে তাকাতে হবে। কী কী ভুল করেছি, বের করতে হবে। উইকেট খারাপ ছিল না। ওরা দুর্দান্ত ব্যাটিং করেছে। কিন্তু আমরা পারিনি।’
বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে উঠতে না পারাকে সুযোগ মিস হয়ে যাওয়া হিসেবেই দেখছেন সাকিব, ‘বিশ্বকাপে বড় একটা সুযোগ মিস করলাম আমরা। ভেবেছিলাম, পরবর্তী রাউন্ডে যেতে পারব। কিন্তু এ প্রতিযোগিতায় আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। ক্রিকেটে এমনটা ঘটতেই পারে।’
সুত্র

http://signatures.mylivesignature.com/54490/195/2C1D5ECC2B5514D8ABEEFA8F0D34B59B.png
http://feeds.feedburner.com/medinfo24/FcZw.4.gif


Re: জাস্ট সরি: বললেন সাকিব, আপনার মতামত কী ?

কি বলব, বলার মত মুখ হারিয়ে গেছে।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: জাস্ট সরি: বললেন সাকিব, আপনার মতামত কী ?

dr.shamim wrote:

কি বলব, বলার মত মুখ হারিয়ে গেছে।

আসলেই খুব কষ্ট পাইছি  at wits' end  at wits' end

http://signatures.mylivesignature.com/54490/195/2C1D5ECC2B5514D8ABEEFA8F0D34B59B.png
http://feeds.feedburner.com/medinfo24/FcZw.4.gif


Re: জাস্ট সরি: বললেন সাকিব, আপনার মতামত কী ?

আরো খেলতে হবে, চাপে অনেকের ই খেলা পড়ে যায়।      loser

নেভার স্টপ believing।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।