Topic: প্রথম টুথব্রাশের কথা

http://img855.imageshack.us/img855/9060/toothbrush.jpg

প্রথম দিকে টুথব্রাশ হিসেবে গাছের বাকল, পাখির পালক কিংবা পশুর ছোট হাড় ব্যবহূত হতো। চীনারা শুকরের গলার অংশ কেটে ছোট বাঁশের সাথে লাগিয়ে দাঁত পরিষ্কার করতো। ভারতীয় উপমহাদেশে আদিকাল থেকে দাঁত পরিষ্কারের জন্য নিমের ডাল ব্যবহূত হতো। তবে, টুথব্রাশের বহুল ব্যবহার শুরু হয় ইসলামের স্বর্ণযুগে। সেসময় লোকজন দাঁত পরিষ্কারের জন্য গাছের সরু ডাল ব্যবহার করত। অবশ্য, অনেকে এর সাথে চক, বেকিং সোডা ইত্যাদি মিশিয়ে নিত। পরবর্তীতে ইংল্যান্ডের অধিবাসী উইলিয়াম এডিস ১৭৮০ সালে এক ধরনের টুথব্রাশ আবিষ্কার করেন। যাতে ন্যাকড়ার সাথে কালির ঝুল এবং লবণ মিশিয়ে নিয়ে তিনি দাঁত পরিষ্কার করতেন। এরপর এডিস একটি ছিদ্রযুক্ত হাড়ে কাপড় আটকিয়ে ব্রাশ বানান। তবে, আধুনিক টুথব্রাশের ধারণা নিয়ে আসেন ওয়ার্ডওয়াথ ১৮৫৭ সালে এবং ১৮৮৫ সাল থেকে আমেরিকায় এর বিক্রি শুরু হয়। বিভিন্ন সমস্যা সৃষ্টি হওয়ায় ব্রাশটি বিক্রি শুরু হয় ১৯৩৮ সালে সালের ২৭ ফেব্রুয়ারি। ১৯৩৯ সালে স্কটিসরা সর্বপ্রথম ইলেকট্রিক টুথব্রাশ নিয়ে আসেন।

সূত্র

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: প্রথম টুথব্রাশের কথা

উইলিয়াম এডিস ১৭৮০ সালে এক ধরনের টুথব্রাশ আবিষ্কার করেন। যাতে ন্যাকড়ার সাথে কালির ঝুল এবং লবণ মিশিয়ে নিয়ে তিনি দাঁত পরিষ্কার করতেন।

ব্যাটার মনে হয় মাথায় গোলমাল ছিলো।  tongue

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: প্রথম টুথব্রাশের কথা

আমাদের গ্রামে আগে বাশের ডালের মাথা চাবিয়ে তা দিয়ে ব্রাশ করত ।



Re: প্রথম টুথব্রাশের কথা

গ্রামে তো অনেকেই এখনো সরিষার তেল দিয়ে অনেকেই দাত মাজে !!!

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books