Topic: তাফসির ইবনে কাসির (ই-বুক)

বিসমিল্লাহির রহমানির রহিম

সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম,
শুরুতেই বেশুমার দরুদ ও সালাম মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর প্রতি যাকে সৃষ্টি না করলে মহমহিম আল্লাহ তায়ালা এই তামাম জাহান সৃষ্টি করতেন না। কৃতজ্ঞতা জানাচ্ছি রহমানুর রহিমের দরবারে যিনি তৌফিক দিয়েছেন আমাকে আজকের এ পোষ্ট লিখার । ইসলামিক ই-বুক শেয়ারের ধারাবাহিকতায় আজ আপনাদের খেদমতে হাজির করলাম। তাফসির গ্রন্থ “তাফসির ইবনে কাসির” মুল তাফসির করেছেন হাফেজ ইমামুদ্দিন ইবনু কাসীর (রহঃ) বাংলা অনুবাদ করেছেন ডঃ মুহাম্মদ মুজিবর রহমান।

http://img130.imageshack.us/img130/4215/images1bgy.jpg

তাফসির গ্রন্থটির ১৮টি খন্ড মোট ১০টি পর্বে এখান হতে ডাউনলোড করতে পারবেন।

ধন্যবাদ সবাইকে।

http://www.rongmohol.com/uploads/1805_prochesta_logo.gif

http://www.obosor.com/banner_468.gif


Re: তাফসির ইবনে কাসির (ই-বুক)

“তাফসির ইবনে কাসির” বইটির সন্ধান করছিলাম অনেকদিন আগে থেকেই।আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে সম্মানজনক কিছু...... thumbs up  thumbs up  rose

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg